গরু পাচার রোধে সরব বিজেপি, পুলিশ ব্যবস্থা না নিলে শুরু হবে আন্দোলন

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: অক্টো ১২, ২০১৮ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১২অক্টোবরঃ দীর্ঘদিন ধরেই চলছে এসব। কিন্তু পুলিশ কিছুই জানে না। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ আর গরু পাচারের ঘটনায় তটস্থ এলাকাবাসী। গোটা বিষয়টি নিজেরা সত্যতা যাচাই করে শিলিগুড়ি বিজেপির আট নম্বর মন্ডল। গোটা বিষয়টি তারা স্মারকলিপির আকারে ভক্তনগর থানায় জমা দেয়। অবিলম্বে এর বিহিত না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়ে দেয় ।

শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত  ডাম্পিং গ্রাউন্ড এলাকা একটা সময় ফাঁকা থাকলেও সময়ের সাথে সাথে বড় বড় অ্যাপার্টমেন্ট সহ বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠে এলকাটি জনবহুল এলাকায় পরিণত হয়েছে। অথচ এই এলাকাটি সমাজ বিরোধীদের আতুর ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ। এসব জায়গা থেকে গরু চুরি করে ধুপগুড়ি সহ প্রতিবেশী রাষ্ট্রে পাচার করা হয় বলে আরও অভিযোগ।

বিজেপি জেলা সম্পাদক প্রসেনজিত পাল জানান, দুদিন আগে জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী খবর পান ডাম্পিং গ্রাউন্ড এলাকায় গরু চুরি করে পাচারের ঘটনা ঘটছে। কেউ এর বিরোধিতা করলে তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ জানাতে সাহস পায় না। এই ঘটনার সত্যতা যাচাই করতে ৮ নম্বর মন্ডল সভাপতি রাজা দে’কে দায়িত্ব দেওয়া হয়। তিনি একটি দল বানিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ও এলাকা পর্যবেক্ষন করে দেখেন যে ঘটনাটি সত্যি।

তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনার সাথে বড় কোনো চক্রের যোগ রয়েছে। এই ঘটনা বন্ধ না হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এদিন স্মারকলিপি দিতে ভক্তিনগর থানায় উপস্থিত ছিলেন বিজেপির ৮ নম্বর মন্ডলের সভাপতি রাজা দে, জেলা সম্পাদক প্রসেনজিত পাল, যুব মোর্চার জেলা সভাপতি কাঞ্চন দেবনাথ সহ অন্যান্যরা।

Published on: অক্টো ১২, ২০১৮ @ ২৩:৫৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =