এই হলেন উইং কম্যান্ডার অভিনন্দন, যাঁকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে পাকিস্তান

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৭, ২০১৯ @ ১৯:৩৫

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় সীমান্ত পার করে এদেশে ঢুকে পড়া পাকিস্তান বিমানের পিছু নেওয়া মিগ ২১ বায়সন বিমান পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে। বলা হচ্ছে এই বিমানের পাইলট ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্ধমান উড়িয়ে নিয়ে গেছিলেন।

সরকারের তরফে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন যে ভারতীয় সীমা পার করেঢুকে পড়া পাকিস্তানের বিমানকে তাড়া করতে গিয়ে আমাদের একটি মিগ ভেঙে পরেছে। এতে আমাদের এক পাইলটের খোঁজ মেলেনি। আমরা তাঁর খোঁজ নেওয়া শুরু করেছি।

পাকিস্তানি সেনা এক ভিডিও দেখিয়ে দাবি করা শুরু করেছে যে তারা নাকি এক ভারতীয় পাইলটকে বন্দি করেছে। ভিডিওটিতে ভারতীয় বায়ুসেনার পোশাকে এক ব্যক্তিকে দেখা গেছে। এই ব্যক্তি নিজেকে উইং কম্যান্ডার অভিনন্দন বলছেন। তাঁর পোশাকে ইংরাজিতে ‘ABHI’  লেখা আছে।যার সার্ভিস নম্বর ২৭৯৮১।

আন্তর্জাতিক জেনিভা চুক্তি অনুসারে যুদ্ধবন্দিকে উড়াতে-ধমকানোর মতো কাজ তাঁকে অপমান কণওভাবেই করতে পারে না। এমনকী যুদ্ধবন্দিকে নিয়ে জনগণের মধ্যে উত্তেজনা ছড়ানো যাবে না। শুধুমাত্র যদ্ধবন্দির নাম, সৈন্যপদ এবং নম্বর জানানোর অধিকার আছে।

 

Published on: ফেব্রু ২৭, ২০১৯ @ ১৯:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 − = 14