৩,৫০০ টাকায় অনায়াসে দেখে আসতে পারবেন রোটাংপাসের সৌন্দর্য, পড়তে হবে না ট্র্যাফিক জ্যামে

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: অক্টো ২৫, ২০১৮ @ ১৭:০৭

এসপিটি নিউজ ডেস্কঃ মানালি থেকে রোটাং যেতে হলে গাড়ি ভাড়া করতে কয়েক হাজার টাকা লেগে যায়। তার উপর সঠিক সময় পৌঁছনো সম্ভব হয় না। ট্র্যাফিক জ্যামে আটকে পড়ে ঘোরার মজাই যায় চৌপাট হয়ে।এবার আর এমনটা হবে না। পর্যটকদের জন্য হিমাচল প্রদেশ সরকার আজ থেকে মানালি-রোটাং পথে চালু করল হেলি-ট্যাক্সি। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে টিকিট কেটে উঠে বসতে পারলেই হল। আপনি অনায়াসে পৌঁছে যাবেন রোটাংপাস। সঙ্গে উপরি পাওনা হিমালয়ের অপার সৌন্দর্য আকাশ পথে চাক্ষুষ করার সুযোগ লাভ করা।

আজ বৃহস্পতিবার মানালিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর পতাকা নেড়ে জয় রাইডের হেলি ট্যাক্সি সেবার সূচনা করেন। এটি হিমাচল সরকারের আর্যন এভিয়েশন প্রাইভেট লিমিটেদের সঙ্গে প্রথম পাইলট প্রজেক্ট। মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জয় রাইডের এই হেলি ট্যাক্সি পরিষেবা এদিন ট্রায়াল হিসেবে চালু হল। তিনি বলেন, হিমাচলে পর্যটনের প্রসার ঘটাতে সেই সঙ্গে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এধরনের প্রকল্পের সূচনা করা হল। এর আগে চণ্ডীগড় থেকে সিমলা পর্যন্ত জয় রাইডের হেলি ট্যাক্সি পরিষেবা চালু করা হয়েছে। বন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী গোবিন্দ ঠাকুর জানিয়েছেন, রাজ্যে পর্যটন নিয়ে সরকার অত্যন্ত সক্রিয়। মানালিতে এ ধরনের সেবা শুরু করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞ বলে জানান। এদিনের অনুষ্ঠানে সাংসদ রাম স্বরূপ শর্মা, বিধায়ক সুরেন্দ্র শৌরী, বিধায়ক কিশোরী লাল উপস্থিত ছিলেন।

৩,৫০০টাকায় হেলি ট্যাক্সিতে রোটাং পৌঁছতে মাত্র ১৪ মিনিট সময় লাগবে। হেলিকপ্টারটি মানালি থেকে আপানাকে নিয়ে উড়ে যাবে আকাশ পথে। ১৫ থেকে ২০ মিনিট পর্যটকদের ঘুরে রোটাং-এর সৌন্দর্য দেখিয়ে সেটি কিছু সময়ের জন্য সোলাং-এ দাঁড়াবে। এরপর সেটি সেখান থেকে পর্যটকদের নিয়ে ফের মানালিতে ফিরে আসবে। মজার ব্যাপার হল, ৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত মানালি থেকে হেলিকপ্টারটি কয়েক মিনিটের মধ্যে ১৩,০৫০ফুট উঁচুতে উঠে যাবে অনায়াসে তখন আপনার চোখের সামনে দেখতে পাবেন হিমালয়ের নৈসর্গিক সৌন্দর্য।

এরপর রাজ্যের অন্যান্য পর্যটন এলাকাকেও এই পরিষেবার সঙ্গে জোড়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে। পাশাপাশি মানালি প্রাইভেট গাড়িরর চালকদের মাথায় হাত পড়েছে। এর ফলে বহু মানুষ যে হেলিকপ্টারকেই বেছে নেবে সেটা তারা আন্দাজ করে আশঙ্কা প্রকাশ করেছে।

Published on: অক্টো ২৫, ২০১৮ @ ১৭:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 − = 32