২০১৮ ফিফা বিশ্বকাপঃ সবচেয়ে বেশি আত্মঘাতী গোল ও সবচেয়ে বেশি পেনাল্টি শুটআউটের রেকর্ড

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ৪, ২০১৮ @ ২২:৪৯

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ইতিমধ্যে ২০১৮ ফিফা বিশ্বকাপ-এ গ্রুপ ও রাউন্ড সিক্সটিন মিলিয়ে মোট ৫৬টি ম্যাচ হয়ে গেছে। ইতিমধ্যে বিদায় নিয়েছে বেশ কয়েকটি নামি দল। বিদায় নিয়েছে বিশ্বের দুই সেরা খেলোয়াড় মেসি-রোনাল্ডো। অবসর নিয়েছেন স্পেনের ইনিয়েস্তাও। এবারের বিশ্বকাপে রেকর্ডের বন্যা বয়ে গেছে। উঠে এসেছে বেশ কিছু নয়া তথ্য। স্থান করে নিয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত। বিগত বিশ্বকাপের গোল সংখ্যাকেও ছাপিয়ে গেছে এবারের গোলের পরিসংখ্যান। ইতিমধ্যে গ্রুপ ও রাউন্ড সিক্সটিন মিলিয়ে মোট ১৬১টি গোল হয়ে গেছে।এর পরও উঠে এসেছে অনেক পরিসংখ্যান। আসুন সেদিকে একবার দেখে নেওয়া যাক।ফিফা সেব্যাপারে আলোকপাত করেছে। আমরা ফিফার পরিসংখ্যানকেই তুলে ধরলাম।

৬০ বছর আগে পেলে ছিলেন বিশ্বকাপের চতুর্থ কম বয়সী ফুটবলার যিনি একাধিক গোল করেছিলেন। পঞ্চম কম বয়সী ফুটবলার হিসেবে এবার উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবিঅ্যাপে।

৪৮ বছর পর বিশ্বকাপের ইতিহাসে ফের একটি দল দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতে নক-আউট পর্বে চলে গেল। বেলজিয়াম ৩-২ গোলে হারায় জাপানকে।১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে পশ্চিম জার্মানি ইংল্যান্ডের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে সেই ম্যাচ ৩-২ গোলে জিতেছিল।

৪০ মিলিয়নঃ সুইডেন-সুইৎজারল্যান্ড ম্যাচেই এ পর্যন্ত বিশ্বকাপের উপস্থিতি ছাপিয়ে গেল ৪০ মিলিয়নে। ১৯৯৪ সালের বিশ্বকাপে উপস্থিতি (৩.৫৯মিলিয়ন), ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে(৩.৪৩মিলিয়ন), ২০০৬ জার্মানি বিশ্বকাপে(৩.৩৬মিলিয়ন)। যদিও ২০১৮রাশিয়া বিশ্বকাপে উপস্থিতি ২.৫৮মিলিয়ন।

৩১ টি ১৪৬টি গোলের মধ্যে রাশিয়া বিশ্বকাপে (২১ শতাংশ) হয়েছে ম্যাচের ৮০ মিনিটে।

২৮টি পেনাল্টি রাশিয়া ২০১৮ বিশ্বকাপে একটা রেকর্ড।

২২টি ম্যাচ ৫৬টি ম্যাচের মধ্যে গোলশূন্য থেকেছে প্রথমার্ধেীর মিধ্যে একটি ম্যাচ গোলশূন্য হিসেবেই শেষ হয়েছে, যা এবারের বিশ্বকাপে একটা রেকর্ড।

১৭টি ম্যাচে বিশ্বকাপে অধিনায়ক থাকার বিরল সম্মান অর্জন করলেন মেক্সিকোর রাফা মারকুয়েজ। তিনি ভেঙে দিলেন দিয়েগো মারাদোনার রেকর্ড। তবে তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে অ্যান্তোনিও কার্বাজাল ও লোথার ম্যাথেউস-এর সঙ্গে পাঁচটি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করলেন।

১০টি আত্মঘাতী গোল হয়েছে এবারের বিশ্বকাপে। ফ্রান্সের বিশ্বকাপে ছ’টি আত্মঘাতী গোল ছিল এতদিন বিশ্বকাপের রেকর্ড। এবার ইতিমধ্যে তা ভেঙে এক নয়া রেকর্ড স্থাপন হল। ইরানের বিরুদ্ধে ম্যাচের ৯৫ মিনিটে মরক্কোর আজিজ বহুদ্দুজা নিজের গোলে বল ঠেলে দেন। রাশিয়ার সের্গেই ইগ্নাসেভিচ সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আত্মঘাতী গোল করেন।

বিশ্বকাপে মেক্সিকো রাউন্ড সিক্সটিনের বাধা টপকাতে ব্যর্থ হল।

গোল করে ইংল্যান্ডের হ্যারি কেন মারাদোনাকে ছুঁয়ে ফেললেন।তাছাড়া ১৯৮৬ সালের বিশ্বকাপে স্বদেশেরর গ্যারি লিনেকারও ছ’টি গোল করেছিলেন।

বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেনের পর এবার ২০১৮ সালে বিদায় নিল জার্মানি।

সফল ম্যাচে কলোম্বিয়ার ইয়েরি মিনা প্রথম ডিফেন্ডার হিসেবে গোল করলেন।

গোলকিপার বিশ্বকাপের ইতিহাসে তিনটি পেনাল্টি সেভ করেন। এদের মধ্যে একজন ক্রোয়েশিয়ার ড্যানিজেল সুবাসিচ এবং পর্তুগালের রিকার্ডো।

শতাংশঃ ইংল্যান্ডের ৮ নম্বর জার্সিধারীর পেনাল্টি শুটআউটে রূপান্তরের হার।১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৮ যথাক্রমে ক্রিস ওয়াডল, ডেভিড বাত্তি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও জর্ডন হ্যান্ডার্সন পেনাল্টি মারতে ব্যর্থ হয়েছেন। ইংল্যান্ডের এই খেলোয়াড়দের প্রত্যেকের জার্সি নম্বর ছিল ৮।

Published on: জুলা ৪, ২০১৮ @ ২২:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + = 15