২০১৮ ফিফা বিশ্বকাপঃ ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বেও আর্জেন্টিনার নেস্টর পিটানাই

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১৫, ২০১৮ @ ২০:২৬

এসপিটি স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবলের আসরে শুধু ফুটবলাররাই প্রচারের আলোয় থাকবেন তা তো হয় না, সেখানে এমন আরও অনেক কিছু আছে যা অবশ্যই উঠে আসে খবরের শিরোণামে। সেক্ষেত্রে বাদ যাচ্ছেন না রেফারিরা। বিশ্বকাপ শুরুর আগেই ফিফা জানিয়ে দিয়েছিল এবারের ২০১৮ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী রাশিয়া বনাম সৌদি আরব ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার নেস্টর পিটানা।ম্যাচটি হয়েছিল ১৪জুন বৃহস্পতিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। সহকারী রেফারি হিসেবে ছিলেন নেস্টরের স্বদেশি সতীর্থ জুয়ান পাবলো বেল্লাতি ও হিরনান মৈদানা। এই ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকা পালন করেন ব্রাজিলের সান্ড্রো রিক্কি।

এবারই প্রথম ভিডিও রেফারি নিয়োগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে সেই দায়িত্ব পালন করে বিশ্বকাপের ইতিহাসে নাম লিখেছিলেন ইতালির ম্যাস্যিমিল্লিয়ানো ইর‍্যাতি, আর্জেন্টিনার মাওরো ভিজলিয়ানো, চিলির কার্লোস অ্যাস্ট্রোজা এবং ইতালির দ্যানিয়েল ওরস্যাতো। এঁদের মধ্যে ইর‍্যাতি হলেন প্রধান ভিডিও ম্যাচ রেফারি।

উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল ম্যাচ পরিচালনার দুর্লভ সম্মান পেলেন নেস্টর পিটানা। একই সম্মান পেলেন তাঁর স্বদেশীয় দুই রেফারি পাবলো ও হিরনান।তবে এবার চতুর্থ রেফারি থাকছেন নেদারল্যান্ডের কুপার্স বোর্ন।তবে ভিডিও রেফারি হিসেবে তারাই থাকছেন যারা উদ্বোধনী ম্যাচে ছিলেন। শুধু তাদের মধ্যে ইতালির দ্যানিয়েল ওরস্যাতোর পরিবর্তে নেদারল্যান্ডের ম্যাকিলি ড্যানিকে নিযুক্ত করা হয়েছে।

নেস্টর পিটানা আর্জেন্টিনার দ্বিতীয় রেফারি যিনি দেশের হয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্মমান অর্জন করলেন। এর আগে দুটি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন ঐ দেশেরই নরবার্তো কোয়েরেজ্জা। ১৯৭০ ও ১৯৭৮ সালের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পান এই আর্জেন্টিয়েন রেফারি। দক্ষিণ আমেরিকার অত্যন্ত অভিজ্ঞ রেফারি হলেন পিটানা। ২০০৭ সালে আর্জেন্টিনা লিগ ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে তাঁর অভিষেক হয়েছিল। সরকারি ভাবে তাঁর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে ২০১০ সালে। তবে তিনি ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেন। সেখানে তিনি ফ্রান্স-জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন।

২০১৬ সালে ফের তিনি ব্রাজিলে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করতে যান। যেখানে তিনি জার্মানি-নাইজেরিয়া সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন। এক বছর বাদে ফিফা কনফেডারেশন ম্যাচের সেমিফাইনাল জার্মানি-মেক্সিকো ম্যাচও পরিচালনা করেন তিনি।

Published on: জুলা ১৫, ২০১৮ @ ২০:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2