ফ্রান্স জানাল শ্রদ্ধা, উপ-রাষ্ট্রপতির হাতেই উদ্বোধন হল ভারতীয় যুদ্ধ স্মারকের

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: নভে ১০, ২০১৮ @ ২১:১৪

এসপিটি নিউজ ডেস্কঃ প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যদের আত্মত্যাগের জন্য ফ্রান্স সরকার তাদের প্রতি শদ্ধা নিবেদন করল। সেই সঙ্গে ফ্রান্সের ভিল্লার্স গুইজলিনে ভারতীয় সৈন্যদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সেখানে ভারতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

এদিন উদ্বোধনের পর উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যরা নিঃস্বার্থভাবে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাদের আত্মত্যাগ দেশ কোনওদিন ভুলতে পারবে না। উপ-রাষ্ট্রপতি এদিন ফ্রান্সের ভিল্লার্স গুইজলিনের মেয়র জেরার্ড অ্যাল্যার্ট ও উপস্থিত অন্যান্য অতিথিদের সম্ভাষন করে বলেন, “আমি আপনাদের সম্মান জানাচ্ছি যে আপনারা সকলে আজ ভারতের প্রথম যুদ্ধ স্মারকের উদ্বোধনে হাজির হয়েছেন।

তিনি বলেন,” ভারত সব সময় লোক ও লস্কর দিয়ে যুদ্ধে অংশ নিয়ে থাকে।ভারতের সৈন্যরা সবসময় নিঃস্বার্থভাবে এবং বিশ্বের যার মধ্যে আছে- ফ্রান্স, বেলজিয়াম, এডেন, আরব, পূর্ব আফ্রিকা, গাল্লিপোলি, মিশর, মেসোপটেমিয়া, প্যালেস্টাইন, পার্সিয়া এবং স্যালোনিকার সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের নিয়োজিত করে থাকেন।এই সময় তিনি প্রথম বিশ্ব যুদ্ধের ১১০তম বর্ষ উদযাপন যা অ্যামনেস্টি ডে হিসেবে চিহ্নিত হয়েছে তাকেও স্মরণ করেন।

উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু স্মরণ করিয়ে দেন যে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স ও বেলজিয়ামে অংশ নেওয়া মোট ১ লক্ষ ৪০ হাজার ভারতীয় সৈন্যের মধ্যে ১.৩ মিলিয়ন ভারতীয় সৈন্য লড়েছিলেন।

ফ্রান্সে যে যুদ্ধ স্মারক স্থাপন করা হল তার মাথায় রয়েছে অশোক স্তম্ভ। এটি ব্রোঞ্জ দিয়ে নির্মান করা হয়েছে। নকশা করা হয়েছে ভারতেই। ছবি- এএনআই

Published on: নভে ১০, ২০১৮ @ ২১:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 83