মেসির স্বপ্নপূরণ, ২৮ বছরের খরা কাটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Main খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১১, ২০২১ @ ১০:৫৯

এসপিটি নিউজ, কলকাতা, ১১জুলাই:   পাঁচ বছর আগে বিধ্বস্ত লিওনেল মেসি বলেছিলেন যে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। আর এখন  তিনি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে দেশকে মহাদেশের সেরা টিমের সম্মান এনে দিলেন মেসি।

এই জইয় আর্জেন্টিনার কাছে অত্যন্ত্ সুখকর এই জন্য যে তারা ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে পরাজিত করে খেতাব জিতে নিলেন। একই সঙ্গে দীর্ঘ ২৮ বছরের যে মড়ক লেগেছিল তাদের দলে সেতাও এবার একই সঙ্গে কাটিয়ে দিতে সফল হয়েছে মেসির নেতৃত্বাধীন এই আর্জেন্টিনা দলটি।

সমস্ত হতাশা, অপমান, দুঃখ ভুলে আজ মেসির জীবনে ফিরেছে এক খুশির দিন। দেশের হয়ে এই প্রথম তিনি কোপা আমেরিকার মতো ট্রফির জিতে নিলেন।ব্যররথতা কারও জীবনে চিরকাল থাকে না, বিশেষ করে সেরা, পরিশ্রমী মানুষদের জীবনে তো নয়ই। তাই মেসির জীবন থেকেও সেই ব্যর্থতার কালো মেঘ আজ সরে গিয়েছে। এসেছে সফলতার এক উজ্জ্বল আলো। আর তাই আর্জেন্টিনায় দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে মেসিকে নিয়ে চর্চা। মেসির বন্দনায় এই অতিমারীতেও যেন আনন্দের ঝিলিক দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতেই আর্জেন্টিনায় দেশের সেরা সংবাদ মাধ্যমগুলির শিরোণামে উঠে এসেছে এই খবর।

আর্জেন্টিনার শীর্ষস্তরের সংবাদমাধ্যমগুলির মধ্যে অন্যতম ‘ক্ল্যারিন’। তাদের শিরোণাম- “রিও ডি জেনিরোয় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা: মিনিটের পর মিনিটে ঐতিহাসিক হয়ে উঠল মারকানা।”

‘ল্যানাসিওন’ এ শিরোণাম- “চ্যাম্পিয়ন আর্জেন্টিনা! গল্পের জন্য: দলটি মারকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকাতে পবিত্র হল।”

‘ওলে’ ক্রীড়া সংবাদ মাধ্যম-এ শিরোণাম- “মারকানায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা”। সেখানে তারা লিখেছে- “জাতীয় দল ব্রাজিলের বিপক্ষে একটি মহাকাব্য জয় অর্জন করেছে। ২৮  বছর পরে, আমরা এই অবিস্মরণীয় কীর্তি উদযাপন করছি। মেসির স্বপ্ন, সবার।”

‘মিসিঅনসনলাইন’ এ শিরোণাম- “ঐতিহাসিক ফাইনালে আর্জেন্টিনা কোপা মামেরিকা জিতল ২৮ বছরের খরা কাটিয়ে”

আর্জেন্টিনার জনপ্রিয় ওয়েব নিউজ ‘ক্রোনিকা’ তাদের শিরোণামে লিখেছে- “ব্রাজিল, কেমন লাগছে বলুন তো! আর্জেন্টিনা আমেরিকার চ্যাম্পিয়ন।”

আর্জেন্টিনা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে। এক মহাকাব্য ম্যাচে, তারা মারকানা স্টেডিয়ামেই খেলে ফাইনালে ব্রাজিলকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে। জয়ের গোলটি প্রথমার্ধের 21 মিনিটে জয়ের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।আর্জেন্টিনা ২৮ বছর ধরে এই মহাদেশের সেরা দলের খেতাব অর্জনের জন্য ব্যর্থ হয়েছিল। শেষবার তারা ট্রফিটি জিতেছিলেন ১৯৯৩ সালে গয়ায়াকিল-এ।

লিওনেল মেসির পক্ষে, আজকের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ: পাঁচবার এই প্রতিযোগিতায় খেলার পরে তিনি প্রথমবারের মতো কোপা আমেরিকা জিতেছেন। এর আগে ২০০৭, ২০১৫ এবং ২০১৬ সালে ফাইনালে পরাজিত হয়েছিলেন। ২০১১ সালের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিলেন তিনি।

Published on: জুলা ১১, ২০২১ @ ১০:৫৯


শেয়ার করুন