ফ্রান্স বিশ্ব সেরা, ২০ বছর পর দ্বিতীয়বার

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১৫, ২০১৮ @ ২২:২১

এসপিটি স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত শেষ হাসি হাসল ফ্রান্সই। অবশেষে ফ্রান্স ৪-২ গোলে কড়োয়েশিয়াকে পরাজিত করে ২০ বছর পর ফুটবলে দ্বিতীয়বার বিশ্ব সেরার খেতাব জিতে নিল।

খেলার ১৮ মিনিটে মঞ্জুকিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ২৮ মিনিটের মাথায় পেরিসিচের দূরন্ত গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে ক্রোয়েটরা। এরপর ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে দেয় গ্রিজম্যান। এরপর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে পল পোগবা তৃতীয় গোল করে জয় সুনিশ্চিত করার দিকে এক ধাপ এগিয়ে যায় ফ্রান্স। ৬৫ মিনিটে এমবাপের গোলে ৪-১ এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৬৯ মিনিটে মঞ্জুকিচের গোলে ৪-২ করে ক্রোয়েশিয়া।

এক নজরে ফাইনাল ম্যাচ

ফ্রান্স-৪                   ক্রোয়েশিয়া-২

মঞ্জুকিচ(১৮মি.আল্মঘাতী), গ্রিজম্যান(পেনাল্টি৩৮মি.), পোগবা(৫৯মি.), এমবাপে(৬৫মি.)

পেরিসিচ(২৮মি.),মঞ্জুকিচ(৬৯মি.)

ম্যান অব দ্য ম্যাচ-অ্যান্টনি গ্রিজম্যান

বল দখলে রেখেছে ফ্রান্স ৩৪% আর ক্রোয়েশিয়া দখলে রেখেছে ৬৬%

ফ্রান্স শট নিয়েছে ৭ আর ক্রোয়েশিয়া নিয়েছে ১৪।

ফ্রান্স গোল লক্ষ্য করে শট নিয়েছে ৬ আর ক্রোয়েশিয়া ৪।

ফ্রান্স কর্নার আদায় করেছে ২ আর ক্রোয়েশিয়া নিয়েছে ৬টি।

ফ্রান্স ফাউল করেছে ১৩ আর ক্রোয়েশিয়া করেছে ১৩।

Published on: জুলা ১৫, ২০১৮ @ ২২:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − 14 =