১৬ মাসেও জট কাটলো না, পশ্চিমবঙ্গ প্রাণী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অব্যাহত, নবম দিনে পড়ল ধরনা

Main প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১১, ২০২১ @ ১৭:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ১১ ফেব্রুয়ারি:   কেন এমনটা হচ্ছে- তার উত্তর জানা নেই পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অসিক্ষক কর্মীদের। তাদের ন্যায্য অধিকার সম্মান সহ একাধিক সুবিধা থেকে থেকে তারা আজ বঞ্চিত। এমনই অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন তাঁরা। আজ নবম দিনে পড়েছে তাদের ধরনা-অবস্থান বিক্ষোভ।

আন্দোলনকারী শিক্ষকরা জানালেন- “পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি বা ইসি(এক্সিকিউটিভ কমিটি)-র মিটিং বিগত ১৬ মাস ধরে বন্ধ হয়ে আছে। আর সেই সভা না হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের পদোন্নতি, বকেয়া বেতন (২০১২ সাল থেকে), পিএইচডি ইনক্রিমেন্ট, সরকার ঘোষিত বিভিন্ন প্রকল্প যথা এলটিসি, এইচটিসি, স্বাস্থ্য বীমা ইত্যাদি থেকে সমস্ত কর্মচারীরার দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য-এর নিবন্ধককে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা না মেলায় শিক্ষকরা গত ৩ ফেব্রুয়ারি থেকে ধরনায় বসতে বাধ্য হয়েছেন। আজ তার নবম দিন। শিক্ষক মহলের মত – তাদের দাবিদাওয়া না মেটা পর্যন্ত এই আন্দোলন ও ধরনা তারা চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, এই সুবিধাগুলি পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক আগে থেকে চালু হয়ে গেলেও শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গাফিলতি ও অনিচ্ছার কারণে বিশ্ববিদ্যালয়ের সর্বশ্রেণির কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের থেকে কোনও সদুত্তর মেলেনি।

Published on: ফেব্রু ১১, ২০২১ @ ১৭:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + = 12