ওয়ার্ল্ড জুনসিস ডে ২০২৩: বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হল সারমেয় ও পোষ্য প্রাণীদের

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৬, ২০২৩ @ ২৩:৫২

এসপিটি নিউজ, কলকাতা, ৬ জুলাই: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পালিত হল ওয়ার্ল্ড জুন্সিসি ডে ২০২৩। আয়োজক ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিম।এই অনুষ্ঠান উপলক্ষ্যে সা্রমেয় ও পোষ্য প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়। পাশাপাশি “জীব বৈচিত্র্যের বিনাশ এবং রোগের বিস্তারে এর ভুমিকা” শীর্ষক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ৭০ টি সারমেয় ও অন্যান্য পোষ্য প্রাণীদের বিনামুল্যে জলাতঙ্ক রোগের টীকা দেওয়া হয়। শিবির পরিচালনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা কাউন্সিল সদস্য অধ্যাপক প্রদীপ কুমার দাস এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমর হালদার, ডাঃ শুভাশিস রায়, ডাঃ প্রসেঞ্জিত মুখার্জী, ডাঃ শুভমিত্র চৌধুরী এবং জুনিয়ার প্রাণী চিকিৎসকেরা।

শিবির শেষে “জীব বৈচিত্র্যের বিনাশ এবং রোগের বিস্তারে এর ভুমিকা” শীর্ষক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহসভাপতি অধ্যাপক তপন মিশ্র এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক চঞ্চল দেবনাথ ।

অধ্যাপক মিশ্র বলেন- অরণ্য এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় মহামারীর সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে। নীতি নির্ধারকদের উচিৎ সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে বিজ্ঞানীদের পরামর্শ অনুসরণ করা । অধ্যাপক দেবনাথ তাঁর বক্তব্যে জীব বৈচিত্র্যের ক্ষতিজনিত কারণে প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয় এমন রোগগুলি নিবারণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা চক্রে সভাপতিত্ব করেন ভারতীয় পশু চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাঞ্চল কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক  ডঃ সাধন বাগ।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের  মাননীয় নিবন্ধক অধ্যাপক পার্থ দাস, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক শুভাশিস বটব্যাল ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার সম্পাদক সেখ সুলেমান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সভার সভাপতি ডঃ প্রবাল ঘোষ এবং সম্পাদক ডঃ রিপন বিশ্বাস সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের কনভেনার ডাঃ প্রভাকর বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: সৌরভ চন্দ্র।

Published on: জুলা ৬, ২০২৩ @ ২৩:৫২


শেয়ার করুন