হাতে গদা, তরোয়াল নিলে মুখ্যমন্ত্রীর রাগ হচ্ছে, এবার কি তাহলে এ কে-৪৭ নিয়ে মিছিল করবো-তোপ দিলীপের

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

দিলীপের হুঁশিয়ারি- “গত ৮ মাসে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ১০০ জন। এরাজ্যে সবাই এখন সন্ত্রস্ত্র”।  তাই তাঁদের রক্ষা করতে হাতে বন্দুক তুলে নিতে তাঁরা পিছু হঠবেন না।”

“আর একবার কমিশনের লোক আসুক, আমি তাঁদের প্যান্ট খুলে নেব।

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ২৩:৪০

এসপিটি নিউজ, খড়্গপুর, ১৪ এপ্রিলঃ এটা রাজনীতি না ধর্মনীতি তা বোঝার উপায় নেই। কারণ, যারা এসব নিয়ে গলা চড়াচ্ছেন তাঁরা উভয়েই দেশের সাধারণ নির্বাচনের লড়াইতে অবতীর্ণ হয়েছেন। কয়েক বছর আগেও রাজনীতিতে ধর্ম বিষয়টা তেমনভাবে ছিল না। কিন্তু ইদানীং সেটা এত প্রবলভাবে জাঁকিয়ে বসেছে যে কেউই এটা নিয়ে ছেড়ে কথা বলতে ছাড়ছে না। এক পক্ষ যদি ধর্মকে সামনে রেখে ভোট বৈতরণী পার করার চেষ্টা চালায় তাহলে অপর পক্ষ আবার সেই ফাঁদেই পা দিয়ে বিষয়টিকে অতিমাত্রায় গুরুত্ব দিয়ে বসছে। এমনকী তারা এমন একটা ভাব দেখাচ্ছে যা দেখে মনে হবে যে এরাও না জানি ধর্ম নিয়ে কতই না জানে।

অস্ত্র ধরা নিয়ে দিলীপের ব্যাখ্যা

1) রামনবমীতে মেদিনীপুরের বিজেপি প্রার্থী রাজ্যের সভাপতি দিলীপ ঘোষের হাতে গদা আর তরোয়াল নিয়ে রোড-শো করা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন- “গদা দিয়ে কার মাথা ফাটাবেন? তরোয়াল নিয়ে কার গলা কাটবেন?পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসব দিয়ে ভোট হয় না। তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না। করার প্রয়োজনও বোধ করে না।”

2) রবিবার দিলীপ ঘোষ আবার তাঁর মতো করে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়েছেন। বলেন-” হাতে গদা , তরোয়াল ধরলে ওনার রাগ হচ্ছে। এবার কি তবে বন্দুক, এ কে ৪৭ নিয়ে মিছিল করবো ?” এবার তাই করতে হবে, ব্যাখ্যা করে বলেন -“তৃণমূলীরা এ.কে-৪৭ ,তরোয়াল নিয়ে মিছিল করতে পারে।বাংলায় অস্ত্র কারখানা গড়ে উঠছে।পুলিশ কিছু করছে না।আমাদের ৪১ জনকে খুন করা হয়েছে। গত ৮ মাসে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ১০০ জন। এরাজ্যে সবাই এখন সন্ত্রস্ত্র”।  তাই তাঁদের রক্ষা করতে হাতে বন্দুক তুলে নিতেই যে তাঁরা পিছু হঠবেন না সেটাও এদিন সাফ জানিয়ে দেন দিলীপ ঘোষ|

কমিশনকেও পরোক্ষে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন

3) কমিশনের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হননি এদিন দিলীপ ঘোষ। তিনি নির্বাচন বিধি ভেঙেছেন বিরোধীদের এই অভিযোগের জবাবে তিনি বলেন,  “নির্বাচন কমিশন শো-কজ করুক। মুখের মতো জবাব পাবে।”

4) রামনবমী ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি রামের ছবির পাশে নিজের ছবি দেওয়ায় তৃণমূল কমিশনে অভিযোগ দায়ের করলে কমিশনের এম সি সি ( আদর্শ আচরণ বিধি ) টিম ও ফ্লাইং স্কোয়াড টিম তা খুলে নিয়ে যায়। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ দিলীপ বলে ফেলেন- “আর একবার কমিশনের লোক আসুক, আমি তাঁদের প্যান্ট খুলে নেব। ”

5)  রবিবার তিনি  কেশিয়াড়ির বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের ঝাড়েশ্বরপুর মন্দিরে পুজা দিয়ে জোড়া সাদা পায়রা উড়িয়ে ‘দৈবশক্তিকে’ হাতিয়ার করে ভোট প্রচারে বেরিয়ে পড়েন।

মন্দিরে পুজা দিয়ে শক্তি বৃদ্ধি করতে চাইছে বিজেপি। দ্বিতীয় দফার ভোট প্রসঙ্গে বলেন- “প্রতিটি বুথে যাতে কেন্দ্রবাহিনী থাকে তার ব্যবস্থা করছি। না থাকলে বুথে কেউ ভোট লুঠ করতে আসলে আমরা প্রতিরোধ করবো। ”

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ২৩:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 80 = 84