আগামী তিনদিন রাজ্যের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২০, ২০২৪ at ১৭:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ২০ মার্চ:  মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গের হজেলাগুলিতে গামী তিনদিন ধরে এই দুর্যোগ চলার সম্ভাবনা আছে। কারণ হিসাবে তারা জানিয়েছে, গতকাল ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম হয়ে এখন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত পূর্ব বাংলাদেশ এবং প্রতিবেশীদের উপর এই ঘূর্ণিঝড় সঞ্চালন হয়েছে। 20-23 মার্চ বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশের সাথে এই আবহাওয়া চলবে।

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ ও আগামিকাল দমকা বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাত এবং বজ্রপাতের খুব সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে তা অব্যাহত থাকবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

এখন দেখে নেওয়া যাক কবে কোথায় আবহাওয়া কেমন থাকবে

আজ উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুই জায়গায় শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত (07-11 ) সেন্টিমিটার সহ দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত (বেগ 30-40 কিলোমিটার)। বজ্রঝড় সহ বজ্রবিদ্যুৎ এবং মাঝারি বৃষ্টির সাথে দমকা হাওয়া (বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঘটতে পারে।এজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামিকাল ও পরশু অর্থাৎ ২১ ও ২২ মার্চ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া (বেগ 30-40kmph পৌঁছানো) সমস্ত জেলার এক বা দুটি জায়গায় ঘটতে পারে। ২২ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।আগামী ২৩ মার্চ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস জানিয়েছে। কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (07-11) সেমি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামিকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া (বেগ 30-40kmph পৌঁছানো) সমস্ত জেলার এক বা দুটি জায়গায় ঘটতে পারে।

Published on: মার্চ ২০, ২০২৪ at ১৭:৩৮


শেয়ার করুন