GOOGLE অসাধারণ DOODLE দিয়ে ভারতের 74তম স্বাধীনতা দিবস উদযাপন করল

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ১৫, ২০২০ @ ১৭:৫৯

এসপিটি নিউজ: আজ সারা ভারতে 74তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। গুগল এক অসাধারণ ডুডল দিয়ে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করল। তারা যে ছবি দিয়েছে সেখানে শিঙা, সানাই, ঢোল, বীণা, এসরাজ ও বাঁশি দিয়ে ডুডলকে সাজিয়েছে।1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসা হচ্ছে।আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে 74তম স্বাধীনতা দিবস উদযাপন করেন।

1757 সালে ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল। পলাশির যুদ্ধে ব্রিটিশদের জয়ের পরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের নিয়ন্ত্রণ আরোপ করে। 100বছর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন কায়েম ছিল। 1857-58 সালে এদেশে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। নেতৃত্বে ছিলান মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ব্রিটিশ শাসনের শান্তিপূর্ণ ও অহিংস সমাপ্তির পক্ষে ছিলেন।

ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথ ধরেই ভারতে স্বাধীনতা অর্জন হয়েছিল।স্বাধীনতার ঠিক পূর্ব-মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় তার ফলে ভারত ও পাকিস্তান দু’টি পৃথক রাষ্ট্রের পথ চলা শুরু হয়। দেশভাগের সময় দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বহু মানুষের প্রাণ হানির ঘটনা ঘটে।বহু মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15 আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

Published on: আগ ১৫, ২০২০ @ ১৭:৫৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 68 = 70