‘সোনার কেল্লা’র রূপকার সত্যজিৎ রায়’কে নিয়ে কি ভাবছে রাজস্থান, জানালেন পর্যটন আধিকারিক হিঙ্গলজ দন রতনু

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২৫, ২০২১ @ ১৯:৫৪

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মার্চ:  ‘সোনার কেল্লা’। নামটা’র সঙ্গে জড়িয়ে আছে একদিকে যেমন রাজস্থানের পর্যটন ঠিক তেমনই আর এক দিকে রয়ে গেছে বাঙালির আবেগ-ভালোবাসা-বিনোদনের অফুরন্ত রসদ। এ এক অদ্ভুত নস্ট্যালজিয়া।আজ থেকে ৪৭ বছর আগের ঘটনা। সোনার কেল্লা নামে এক অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তারপর থেকে রাজস্থানের মরু শহর জয়সলমির বিখ্যাত হয়ে গেছে ‘সোনার কেল্লা’র জন্য।যার জন্য রাজস্থান আজ এই শহরকে বিশ্বের পর্যটনের আঙিনায় পৌঁছে দিতে পেরেছে সেই মানুষটি’র প্রতি রয়েছে কৃতজ্ঞতা। আর সেজন্য খুব শীঘ্রই তারা সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জানাতে কিছু ভাবনা-চিন্তা করেছে। জানালেন রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলজ দন রতনু।

‘সোনার কেল্লা’ ছবি’র কিছু কথা

রাজস্থানের মরু শহর জয়সলমিরে হলুদ পাথরের নির্মিত কেল্লা’টিকে ঘিরেই প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন তাঁর ‘সোনার কেল্লা’ ছায়াছবি। গোয়েন্দা খিনি অবলম্বনে নির্মিত এই কাহিনিটি মুদ্রণ আকারে প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালে। এরপর ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। ছবিটি পরিবেশনায় ছিল পরশ্চিমবঙ্গ সরকার। মাত্র সাত লাখ টাকা ছিল চলচ্চিত্রটির বাজেট। বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছিল ১৩ লাখ। ছবি’র কাহিনিকার স্বয়ং সত্যজিৎ রায়। সেই সময় থেকে আজ পর্যন্ত ছবিটি আট থেকে আশি বছর বয়সের সকলের কাছেই খুবই জনপ্রিয় হয়ে আছে।

সত্যজিৎ রায়ের প্রতি চিরকৃতজ্ঞ রাজস্থান

এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে রাজস্থান ভ্রমণে বাঙালির আগ্রহ অনেকখানি বেড়ে যায়।এখন ভ্রমণ প্রিয় বাঙালি রাজস্থানে ঘুরতে গেলে তাদের ট্যুর চার্টে অবশ্যই থাকে জয়সলমির। আর জয়সলমির মানেই ‘সোনার কেল্লা’। কিন্তু বহু মানুষ সেখানে ঘুরে এসে বলে – কই, গোটা জয়সলমির শহর ঘুরে কিংবা সোনার কেল্লার আশপাশে কোথাও তো সত্যজিৎ রায়ের একটা মূর্তি কিংবা তাঁর স্মৃতিফলক চোখে পড়ল না। তাহলে কি রাজস্থান সত্যজিৎ রায়কে ভুলে গেল!না, কখনোই না। রাজস্থান সত্যজিৎ রায়কে ভুলে যায়নি। কোনওদিন ভুলে যাবেও না। তারা চিরদিন এই কিংবদন্তি চিত্র পরিচালকের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এমনটাই জানালেন রাজস্থান পর্যটন বিকাশ নিগমের ম্যানেজার কলকাতা অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলজ দন রতনু।

মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে ঘিরে কি ভাবছে রাজস্থান?

“সত্যজিৎ রায়ের নাম জয়সলমিরের মানুষের হৃদয়ে আজও অক্ষয় হয়ে আছে।গোটা রাজস্থান পর্যটন বিভাগ এবং রাজস্থান সরকার তাঁকে আজও স্মরণ করে। রাজস্থান সরকার, পর্যটন বিভাগ এবং জয়সলমিরের জেলা প্রশাসনের একটি পরিক্লপনা আছে যে সত্যজিৎ রায়ের একটি স্ট্যাচু জয়সলমিরের ভিতরে স্থাপন করার। কারণ, উনি ‘সোনার কেলা’র মতো এমনই এক চলচ্চিত্র নির্মাণ করেছেন যা জয়সলমিরকে অমর করে দিয়েছে। যতদিন জয়সলমিরের নাম বজায় থাকবে ততদিন সত্যজিৎ রায়ের নাম অমর হয়ে থাকবে।এখন হালিতে ডেজার্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল।সপ্তাহ খানেক আগে জয়সলমিরের জেলাশাসকের ফোন এসেছিল আমার কাছে। এবার ডেজার্ট ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে সত্যজিৎ রায়ের পুত্রকে আমন্ত্রণ জানানো হবে।সেই মতো তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। কোনও না কোনও কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি। রাজস্থানের পর্যটনের ইতিহাসে সত্যজিৎ রায়ের নাম চিরকাল অক্ষয় হয়ে থাকবে।খুব শীঘ্রই তাঁর নামে একটি স্মারক স্থাপন করা হবে জয়সলমিরে।” সংবাদ প্রভাকর টাইমস-কে একান্ত সাক্ষাৎকারে জানালেন রাজস্থানের পর্যটন আধিকারিক হিঙ্গলজ দন রতনু।

Published on: মার্চ ২৫, ২০২১ @ ১৯:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 5 = 8