সুব্রত বক্সি, অনুব্রত মণ্ডলকে বিজেপির ফোন- ক্ষিপ্ত মমতা বললেন, কি সাংঘাতিক !

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৬, ২০২০ @ ১৮:৩৯

এসপিটি নিউজ, কোচবিহার, ১৬ ডিসেম্বর:  বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। যত দিন যাচ্ছে ততই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক বাড়ছে। বিষয়টিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মটেও ভালো চোখে দেখছেন না। আজ কোচবিহারে দলীয় জনসভার মঞ্চে দাঁড়িয়ে দলের অন্দরের গুরত্বপূর্ণ একটি খবর  দিলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতিক সুব্রত বক্সি ও বীরভূম জেলা কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে বিজেপি ফোন করেছে বলে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। বলেন-‘কী সাঙ্ঘাতিক দেখুন!এদের সামান্য লজ্জা, ভদ্রতা, সৌজন্যটুকু পর্যন্ত নেই।’

মমতা বলেন-“আপনাদের একতা কথা বলি, শুনলে লজ্জা পাবেন।সুব্রত বক্সি আমার রাজ্যের দলের সভাপতি। মানুষের তো একটা চক্ষু-লজ্জা বলে কিছু আছে। আপনারা জেনে রাখুন, সুব্রত বক্সি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি। একজন রাজ্যসভার সাংসদ। কোথায় গেছে বুঝুন বিজেপি!সামান্যতম লজ্জা, ভদ্রতা, সৌজন্যবোধ টুকু নেই। সুব্রত বক্সিকে ফোন করে বলছে-দাদা, আপনার সঙ্গে একটু কথা আছে। আপনার সঙ্গে বসব। কত বড় সাহস!তা হলে বুঝুন, আমার দলের সভাপতিকেই ফোন করছে।”

এরপর না থেমে মমতা সুর চড়িয়ে বলেন-“কাল কেষ্ট ফোন করল বীরভূম থেকে। অনুব্রত মন্ডল।বলল- দিদি জানেন, আমাকে দিল্লি থেকে ফোন করেছে। বলছে, তোমার সঙ্গে একটু বসব। আমি বলেছি, তোমার সঙ্গে কেন বসব? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, তৃণমূল কংগ্রেস করি। তোমার সঙ্গে কেন বসতে যাব? কি অবস্থা তাহলে বুঝুন! আমার রাজ্যের সভাপতিকে এরা ফোন মেরে দিচ্ছে-হাউ ডেঞ্জারাস দে।”

Published on: ডিসে ১৬, ২০২০ @ ১৮:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3