কলকাতা বিমানবন্দরে নেমেই কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৪, ২০২১ @ ২০:০৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ এপ্রিলঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার এক নির্দেশিকা জারি করেছে। যেখানে যাত্রীদের কলকাতায় নামার পর সঙ্গে তাদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা জরুরী। সেই রিপোর্ট ছাড়া কাউকে ছাড়া হবে না। সেক্ষেত্রে চারটি রাজ্য থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল ও তেলেঙ্গানা থেকে আসা সমস্ত যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে নিজেদের আরটি পিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখেন। কলকাতা বিমানবন্দরে নামার পর তারা যেন সেই নেগেটিভ রিপোর্ট দেখান।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ গত কয়েক দিনে হু হু করে বেড়ে গেছে। গত কাল নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৮১৭জন। এখন রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।সর্বত্র ভোট প্রচারে মানুষের ঢল নেমেছে। ইতিমধ্যে মহামান্য হাইকোর্টও রাজনৈতিক দলগুলিকে ভোট প্রচারের জনসমাগমে রাশ টানার কথা জানিয়েছেন।

Published on: এপ্রি ১৪, ২০২১ @ ২০:০৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =