সাবাশ ঋদ্ধিমান! মোহনবাগানের জার্সি গায়ে এও এক বিশ্ব রেকর্ড, ২০ বলে ১০২ রান

খেলা রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২৪, ২০১৮ @ ১৭:২৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ মার্চঃ সামনে ২০১৯ সালের বিশ্বকাপ। সবারই লক্ষ্য সেটা। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির পছন্দের উইকেট রক্ষক এম এস ধোনি। কিন্তু তবু অন্য উইকেট রক্ষকরা হাল ছাড়তে রাজী নন। তালিকায় থাকা দীনেশ কার্তিক থেকে শুরু করে ঋদ্ধিমান সাহা সকলেই নিজেদের তৈরি রাখছেন। এজন্য তারা সাদামাটা ম্যাচকেও অত্যন্ত সিরিয়াস ভাবে নিচ্ছেন। তেমনই শনিবার জেসি মুখার্জি ট্রফির অত্যন্ত সাদামাটা টি-টোয়েন্টি ম্যাচে শনিবার ২০ বলে ১০২ রান করে শোরগোল ফেলে দিয়েছেন ভারতীয় টেস্ট দলের এই উইকেট রক্ষক। প্রথম শ্রেণির ক্রিকেটে ঋদ্ধিমানের এই কীর্তি কিন্তু ক্রিস গেইলের রেকর্ডকেও ম্লান করে দিয়ে টপকে গেল।

ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ২০১৩ সালে আইপিএল-এ ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিন কিন্তু সাহা গেইলের চেয়ে ১০ বল কম খেলে সেই কৃতিত্ব অর্জন করলেন। মনে করা হচ্ছে আইপিএল শুরুর আগে সাহার এটা বড় সূচনা। বিশেষ করে সারা দেশ জুড়ে যেভাবে ধোনিকে নিয়ে মাতামাতি হয় তার শিকিভাগও হয় না ভারতীয় দলের অন্য কোনও উইকেট রক্ষককে ঘিরে। বিশেষ করে ধোনি যদি প্র্যাকটিসে ছয় হাঁকায় সেটাও সংবাদের শিরোণামে উঠে আসে। অথচ ঋদ্ধিমানদের প্রথম শ্রেণির প্রতিযোগিতায় হতে পারে সেটা সাদামাটা ম্যাচ সেখানে ভালো খেললেও তা এক লাইনও খবর হয় না। ইদানীং ধোনির সঙ্গে জোর টক্কর শুরু হয়েছে অন্য উইকেট রক্ষকদের। ভারতীয় নির্বাচক মণ্ডলীও সেদিকে নজর রাখছে। তারাও জানিয়ে দিয়েছে, পারফরম্যান্সই শেষ কথা বলবে। ব্যক্তি নয়। সেই কথা মনে রেখেই কি নিদাহাস ট্রফিতে দীনেশ কার্তিকের পর জেসি মুখার্জি ট্রফিতে ঋদ্ধিমানের এমন রণংদেহী ব্যাটিং!

না হলে টি-টোয়েন্টি ম্যাচের ১৩ ওভার বাকি থাকতে মাত্র সাত ওভারে এমন ঝোড়ো ইনিংস খেলে কেউ জয়ের ১৫৪ রান তুলে ফেলতে পারে? এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। এদিনের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে বিএনআর রিক্রিয়েশন ক্লাব ৭ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। মোহনবাগান ব্যাট করতে নেমে ওপেনার ঋদ্ধিমান সাহা একাই মাত্র ২০ বল খেলে সেঞ্চুরি সমেত তোলে ১০২ রান। যার মধ্যে ১৪টি ছয় ও ৪টি চার আছে। উল্টোদিকে ছিলেন অধিনায়ক শুভময় দাস। তিনি ২২ বলে করেন ৪৩ রান। এমন অসাধারন ম্যাচ দেখার সৌভাগ্য অবশ্য খুব বেশি দর্শকের হয়নি। তবে যারা এদিন মাঠে ছিলেন তাঁরা কিন্তু একটা বার্তা নিয়ে ফিরলেন, তা হল ঋদ্ধিমান সাহা এবার কিন্তু আরও ক্ষিপ্র ও খুরধার হয়ে হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে মাঠে নামছেন।এবার তাঁকে পাঁচ কোটি টাকার বিনিময়ে কিনেছে তারা। তাই এবারের আইপিএল হয়ে উঠতে চলেছে একদিকে ঋদ্ধিমান সাহা, আর এক দিকে দীনেশ কার্তিক আর এম এস ধোনির সেরা হয়ে ওঠার লড়াই। ছবিঃ টুইটার

Published on: মার্চ ২৪, ২০১৮ @ ১৭:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 + = 67