সাদা কাক উদ্ধার, পরে নিয়ে যাওয়া হল বেলদার জঙ্গলে

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                            ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২৭, ২০১৮ @ ১৭:০৩

এসপিটি নিউজ, বেলদা, ২৭মেঃ সচরাচর এধরনের সাদা কাক আমাদের দেশে খুব বেশি দেখা যায় না।রবিবার সকালে সেই সাদা কাকের দেখা মিলল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার নন্দ মার্কেটে। এক ব্যবসায়ী ঐ পাখিটিকে উদ্ধার করে তাঁর দোকানে এনে নিরাপদে রেখে বন দফতরে খবর দেয়।

বন দফতরের লোকজন এসে নিশ্চিত করেছে উদ্ধার হওয়া পাখিটি সাদা কাক। এটি মূলত অ্যালবিনো প্রজাতির পাখি। পাখি বিশেষজ্ঞরা জানিয়েছে, এদের আকার খুব বড় হয় না। ঠোঁট, পা পিঙ্ক রঙের হয়ে থাকে।এরা মূলত ফল, বাদাম, বীজ, ছাড়াও জমিতে ছড়িয়ে থাকা নানা পোকামাকড় খেয়ে থাকে। তবে এরা খাবারের সন্ধানে বহু দূর পর্যন্ত উড়ে যেতে পারে। তবে নিজের টেরিটোরিয়ালে অন্য কোনও প্রজাতির পাখির প্রবেশাধিকার পছন্দ করে না। কোনও কারণে এরাও আবার অন্য কোনও প্রজাতির টেরিটরিয়ালে এসেও অস্বস্তি বোধ করতে থাকে।

অ্যালবিনো প্রজাতির এই পাখি সাদা কাক সাধারণত আমেরিকায় থাকে। সেখানকার পরিবেশের সঙ্গে এরা মানিয়ে নেয়। তবে কয়েক বছর ধরে ভারতের নানা রাজ্যে এধরনের সাদা কাক দেখা যাচ্ছে।  ২০০৪ সালের নভেম্বর মাসে কেরালার আলাপ্পুঝা জেলায় একটি নারকেল গাছে দেখা গেছিল।সেখানকার থায়াঙ্কারীর কুট্টানার এলাকায় এই সাদা কাককে ঘিরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছিল।

এরপর ৯ বছর পর.২০১৩ আগস্ট মাসে উড়িষ্যার ভূবনেশ্বরে প্রেস চক এলাকায় দেখা গেছিল এস সাদা কাককে। এরপর আবার চলতি বছরের ২৭ মে ফের সাদা কাকের দেখা মিল পশ্চিমবঙ্গের বেলদা এলাকার নন্দ মার্কেটে।সেখানে নন্দ ঘাটে গাছের ডালে নিজের বাসা থেকে পড়ে যায় অ্যালবিনো প্রজাতির এই পাখিটি। যাকে সাদা কাক বলা হচ্ছে।এরপর কিচিরমিচির শব্দ শুনে সেখানে ছুটে যান নন্দ মার্কেটের এক ব্যবসায়ী রামকৃষ্ণ মাইতি। তিন পাখিটিকে তুলে নিজের দোকানে এনে শুশ্রুষা করেন। পাখিটিকে জল খেতে দেন।

খবর পেয়ে সেখানে আসে বন দফতরের লোকজনেরা। তারা সাদা কাকটিকে উদ্ধার করে বেলদার বনাঞ্চলে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা অনুরোধ করেন, পাখিটি যেন নিরাপদে থাকে। কারণ, পরিবেশবিদদের একাংশ উদ্বেগ প্রকাশ করে জানান, এই পাখিটি আদিবাসীদের হাতে পড়লে তার সুরক্ষা নিয়ে সংশয় থাকত। তারা যেভাবে শিকার উৎসবের নামে একটি বাঘকে হত্যা করে আইনের ফাঁক দিয়ে নিজেদের বাঁচিয়ে দিল তা সত্যিই উদ্বেগের। বিরল প্রজাতর এই পাখিকে বাঁচিয়ে রাখা জরুরী বলে মনে করছেন তারা।

Published on: মে ২৭, ২০১৮ @ ১৭:০৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 − 84 =