শ্রী রামদেব প্রচার সমিতির পাঁচ দিনব্যাপী সুবর্ণ দশমী উৎসব শুরু 2 সেপ্টেম্বর থেকে

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

পূজ্য জয়কিশোরীজীর শ্রীমুখ থেকে ননী বাই রো মাইরো নিয়ে অনেক অনুষ্ঠান হবে

Published on: আগ ২৬, ২০২২ @ ১১:২৭

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ আগস্ট:  শ্রী রামদেব প্রচার সমিতি, কলকাতার উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর থেকে সুবর্ণ দশমী উৎসব শুরু হতে চলেছে। বড়বাজারের সিআইটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের তথ্য দিতে গিয়ে কমিটির সভাপতি ডাঃ সুভাষ দুগড় জানান, পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে পূজ্য জয়া কিশোরীজীর শ্রীমুখ থেকে ননী বাই রো মাইরো সহ বহু ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। .

সেক্রেটারি শ্যাম চাঁদগোঠিয়ার মতে, সংস্থাটি 1973 সাল থেকে কলকাতায় মেলার আয়োজন করে আসছে। সে সময় এই মেলার আয়োজন করা হয়েছিল সত্যনারায়ণ পার্কে। মেলার এই আয়োজনে স্বরলিপির স্রোত বয়ে গেছে জাতীয় পর্যায়ের অনেক বিখ্যাত গায়ক শিল্পীর কণ্ঠে।

কোষাধ্যক্ষ নরেশ আগরওয়াল, রঘুনন্দন রুংটা জানান, সব জাতি ও ধর্মের মানুষ বাবা শ্রী রামদেবজি মহারাজকে লোকদেবতা হিসেবে পালন করে আসছেন। কেউ তাকে রামসাপীর বলে আবার কেউ তাকে শ্রী রামদেবজি মহারাজ বলে। তথ্য প্রদান করে আহ্বায়ক সঞ্জয় চাঁদগোঠিয়া জানান, শ্রী রামদেবজী মহারাজের বিশেষ পূজার পর অখন্ড জ্যোত প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সৃজন জি পন্ডিত (বাবরেওয়াল)।

প্রথম তিন দিনে একটি ননী বাই রো মাইরো গল্প হবে, এর পাশাপাশি সমস্ত দিন যোধপুরের বিখ্যাত গল্প পাঠক ইন্দ্রজিৎ চাঙ্গানি দ্বারা শ্রী রামদেবজি মহারাজের একটি সংগীত গল্পের আয়োজন করা হবে। কৌশল্যা রামাবত, রফিক সাগর, ভানওয়ার আলি, পূজা রামাবত (বিকানের), ববি রাই, অনিল লতা, ইশা শর্মা (কলকাতা) ভজনের অমৃত বৃষ্টি দিয়ে বাবাকে মোহিত করবেন।

চেয়ারম্যান দীপক আগরওয়াল, সহ-সচিব অশোক বিসা, অশোক খত্রী, সহ-সভাপতি সুশীল নাহাটা, সন্দীপ বাজাজ, হর্ষবর্ধন শর্মা, সহ-কোষাধ্যক্ষ মায়াক আগরওয়াল, অজয় ​​পুগলিয়া, মিডিয়া ইনচার্জ সুরেশ ভুভালকা, স্বাগত কমিটির সদস্য গজেন্দ্র শর্মা, সেরা বাজাজ, মো. গণেশ সঞ্জু, রাজু পোদ্দার, অনিল শর্মা, ডাঃ গৌরব দুগাদ এবং অন্যান্যরা অনুষ্ঠানের সাফল্যের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন।

Published on: আগ ২৬, ২০২২ @ ১১:২৭


শেয়ার করুন