নৈহাটি সেন্ট লিউক’স ডে স্কুলে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা সভা

Main দেশ রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: আগ ২৪, ২০২২ @ ২৩:১২

এসপিটি নিউজ, নৈহাটি, ২৪ আগস্ট: বুধবার নৈহাটিতে সেন্ট লিউক’স ডে স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য সচেতনতামূলক এক অনুষ্ঠান। ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক এক আলোচনা সভাও আয়োজিত হয়। এই উপলক্ষ্যে স্কুলে আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস (এসিপি) ইন্ডিয়া চ্যাপ্টারের গভর্নর প্রফেসর ডাঃঅনুজ মহেশ্বরী এবং রোটারি ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশনের অধীনে  প্রকল্প আইআরআইএস স্বাক্ষরিত হয়।এই প্রকল্পে মহিলাদের স্বাস্থ্য সচেতনতায় উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শিক্ষামূলক এই আলোচনা সভায় বক্তাদের মূল্যবান বক্তব্য শোনেন ছাত্রীরা। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস (এসিপি) ইন্ডিয়া কাউন্সিল সদস্য ডাঃ সুপ্রতীক ভট্টাচার্য, স্কুলের প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য, সেক্রেটারি সুজিত ভট্টচার্য ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরডব্লিউএ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর বিজয় পাটনি, প্রারম্ভিক কেরিয়ার চিকিৎসকদের জন্য আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস (এসিপি) চ্যাপ্টারের কাউন্সিল সদস্য ডাঃ অমিত গুপ্ত, ডাঃ অর্জুন বৈদ্য, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রিনোলজি এবং ডাঃ অমিত দে, কলকাতার কনসালটেন্ট।

Published on: আগ ২৪, ২০২২ @ ২৩:১২


শেয়ার করুন