শ্রীগীতা জয়ন্তী মহোৎসব: মরজগতের সঙ্গে চিন্ময় জগতের সেতুবন্ধ “শ্রীমদ্ভগবদগীতা”- কেন জানেন

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১২, ২০২১ @ ১৬:৫৯
লেখকঃ শ্রীতারকব্রহ্ম দাস ব্রহ্মচারী

এসপিটি প্রতিবেদনঃ শ্রীমদ্ভগবদগীতার আবির্ভাব বিশ্বের বুকে এক মহত্তম ও অবিস্মরণীয় বস্তু, দুর্দশার নিগড়ে আবদ্ধ জগদবাসীর জীবনে এক অভিনব অভ্যুদয়।চন্দ্রকিরণোচ্ছল সমুদ্রের মতো করুণাধণ্য জগদবাসীর জীবন নবজাগরণের জোয়ারে উদ্বেলিত হলো, সেই জাগরণের বিজয়গীতি হলো “শ্রমদ্ভাগবদগীতা”। ভাবে তাঁর সঞ্জীবন প্রবাহ, সুরে যৌবনের আবেগ, ভাষায় বিকিশিত পুষ্পের কোমলতা, সৌরভ এবং লালিত্য। আর ব্যঞ্জনায় লোকালয়ে অলৌকিক লোকের সুদূরাগত প্রতিধ্বনি। মরজগতের সঙ্গে চিন্ময় জগৎ গোলোক ধামের সেতুবন্ধ “শ্রীমদ্ভাগবদগীতা”।

শ্রীমদ্ভাগবদগীতা বিশ্ব সাহিত্যের স্বর্ণ সিংহাসনে অনন্য ও বহুল প্রচারিত। লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের স্বীয় মুখ কমল নিঃসৃত দিব্য উপদেশাবলী শ্রীগীতা শাস্ত্রের মূল উপজীব্য বিষয়। কুরুক্ষেত্রের সমরাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যম পান্ডব অর্জুনকে উপলক্ষ্য করে জগৎজীবের পরম কল্যাণ সাধনের জন্য শ্রীমদ্ভাগবদগীতায় যে অমৃতময় পরম বীর্যবতী উপদেশাবলী পরিবেশন করেছেন তা বিশেষ সম্প্রদায় বা দেশ-কালের মধ্যে সীমাবদ্ধ নয়, তা জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায়-দেশ-কাল-পাত্র পরিস্থিতি অতিক্রম করে চিরভাস্বর হয়ে সার্ব্জনীন রূপে সদা সর্বত্রই বিরাজমান রয়েছে। অনুপম এবং অদ্বিতীয় এই সনাতন বৈদিক শাস্ত্র নিত্যধর্ম ও দর্শন মার্গে এক অত্যুজ্জ্বল আলোক বর্তিকা রূপে দীপ্যমান। বৈদিক শাস্ত্রে যত প্রকার কল্যাণ জনক জনক সাধনার উল্লেখ আছে তার সমস্ত সাধন প্রণালীই ভাবগম্ভীর শ্রীগীতায় বর্ণিত আছে। শ্রীগীতা শাস্ত্র মানবজীবনের প্রতি মানবজীবনের প্রতি ক্ষেত্রে, প্রতি পদে ভগবদোন্মুখী ও পরমকল্যাণের প্রেরণা যোগায়। দুর্লভ মানব জীবনের চরম ও পরমলক্ষ্যই হলো পারমার্থিক পথের সন্ধান লাভ। শ্রীমদ্ভাগবদগীতা এই পারমার্থিক পরিক্রমার সঠিক পথের সন্ধান প্রদান করে।

শ্রীমদ্ভগবদগীতা সংস্কৃতের আবরণে প্রকাশিত থাকলেও বর্তমানে আজ তা জগতের সকল ভাষায় ভাবব্যঞ্জনায় প্রায় সর্বত্রই উপস্থাপিত হয়েছে। আধ্যাত্মিক সচেতন আচার্যগণ আজ শ্রীগীতা শাস্ত্রকে ওক অনুপম পরম আস্বাদনের সূচনা করে দিয়েছেন। তাই শ্রীগীতা শাস্ত্র আজ বহুল প্রচারিত সমাদৃত। পরম মঙ্গলময়ী শ্রীগীতা জয়ন্তী মহামহোৎসব আজ জগতের দ্বারে দ্বারে শ্রীগীতার মঙ্গল বার্তা বিঘোষিত হয়ে বিজয়লাভের করুন। পরমকরুণাময় গীতা রূপ পরমাবৃত আস্বাদন করিয়ে তৃষ্ণার্ত জগদ্বাসীর তৃপ্তি বিধান পূর্বক পরমানন্দ দান করুন।

Published on: ডিসে ১২, ২০২১ @ ১৬:৫৯


শেয়ার করুন