শ্যামাপ্রসাদ মুখার্জির গায়ে যারা কালি মাখাতে গেছিলেন তারা বাংলার কলঙ্ক, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে-জানিয়ে দিলেন মমতা

রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৮, ২০১৮ @ ২১:৪৩

এসপিটি নিউজ, কলকাতা, ৮ ফেব্রুয়ারিঃ আবারও তাঁর প্রতিবাদী কন্ঠস্বর শুনয়তে পেল সারা বাংলা। তাঁর কাছে দলমত নির্বিশেষে সবাই সমান, আবার সেটা পরিষ্কার করে বিজেপি নেতৃত্বকে নাম করেই বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে লেনিন থেকে চিত্তরঞ্জন দাশ থেকে , নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি সকলেই প্রণম্য ও সম্মানীয়।এদিন তিনি সেকথা জানিয়ে বলেন, যারা শ্যামাওপ্রসাদ মুখার্জির গায়ে কালি মাখাতে গেছিল তারা বাংলার গর্ব নয়, বাংলার কলঙ্ক। তাদের আমি ঘৃণা করি। যারা এসব করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব বলেও জানিয়ে দেন মমতা।

মমতা বলেন, আমি তো আগেও বলেছি, আমার এখানে পৃথক মতামত নেই।যারা দলিত নেতার মূর্তি ভেঙেছে আমি তাদেরও কনডেম করি। আমি ত্রিপুরায় যারা লেনিনি মূর্তি ভেঙেছে তাদেরও কনডেম করি।আর এখানে যারা শ্যামাপ্রসাদ মুখার্জির গায়ে কালি মাখাতে গেছিলেন তারা বাংলার গর্ব নয় তারা বাংলার কলঙ্ক। আমি তাদেরও সম্মান করি না। আমি আগেও বলেছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ দল করতেন, সো হোয়াট!দেশবন্ধুকে আমরা সম্মান করি আমাদের হৃদয়ে রাখি। দেশের বন্ধু বলি। নেতাজি সুভাষ চন্দ্র বোস কংগ্রেস করতেন, কখনও ফরওয়ার্ডব্লকও করতেন আমরা তাকে হৃদয়ে রাখি। মনে রাখবেন কোনও রাজনৈতিক নেতার আলাদা মত থাকতেই পারে। কিন্তু এই কালচার কেন হবে, যে আমি পছন্দ করলাম না বলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলাম। মাওবাদীদের আর কোনও কাজ নেই কম্ম নেই। নেই কাজ তো খই ভাজ।

অভিযুক্তদের মাওবাদী বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু হলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা টিম টিম করে জ্বলছে। আর ওখান থেকে কোথাও না কোথাও গিয়ে বাংলার বদনাম করে দিয়ে চলে আসছে। এত ভালো বিশ্ববিদ্যালয় যে আমাদের গর্বের জায়গা। এডুকেশনে সেখানকার ছেলেমেয়েদের তুলনা হয় না। কয়েকটা লোকের জন্য ওখানে গিয়ে বলছে এটা হবে না, ওখানে গিয়ে বলছে ওটা হবে না, এরা কারা-১০-১২টা মাস্তান!তারা সব ঠিক করে দেবে বাংলায় কি হবে না হবে। আগে নিজেরা নিজেদের মতো চলুক। বাংলাকে কলঙ্কিত করবার চেষ্টা করবেন না। বাংলা যা পারে তা কেউ পারে না। আপনাদের পাঁচটা ছেলের জন্য আমাদের বদনাম কেন হবে?প্রশ্ন তোলেন মমতা।

সেইসঙ্গে মমতা জানিয়ে দেন, মনে রাখবেন, ত্রিপুরায় কেউ গ্রেফতার হয়েছে কি না আমি জানি না, কিন্তু এখানে এই অপকর্ম করার সাথে সাথে তারা কিন্তু গ্রেফতার হয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশনও আমরা নেব। আমরা ছেড়ে কথা বলবো না।এটা বাংলা। এটা মনে রাখবেন। বাংলার মাটি অন্য মাটি।ফাইল ছবি

Published on: মার্চ ৮, ২০১৮ @ ২১:৪৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 + = 54