বাঘ এখনও অধরা, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হল ড্রোন ক্যামেরায় তল্লাশি

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল               ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মার্চ ৮, ২০১৮ @ ২৩:১৭

এসপিটি নিউজ, লালগড় ৮ মার্চঃ প্রায় এক সপ্তাহ হতে চলল এখনও রয়্যাল বেঙ্গল টাইগারটিকে খাঁচাবন্দি করা যায়নি। লালগড়, শালবনী, গুড়গুড়িপাল থানা এলাকা জুড়ে গ্রামবাসীদের মধ্যে এখন শুধুই আতঙ্ক। বাঘের আতঙ্কে এই সব এলাকার সব কাজকর্ম শিকেয় উঠেছে। খাঁচা পেতে, রাত পাহারা দিয়েও যখন বাঘটিকে কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তখন বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের কথা চিন্তা করেই তিনি বুধবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকেই বন দফতরকে বাঘের খোঁজে ড্রোন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার লালগড়ের জঙ্গলে অড়ানো হয় ড্রোন ক্যামেরা। যদিও এদিন তাতে বাঘের অবস্থান ধরা পড়েনি।

বৃহস্পতিবার বিকালে রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা সহ মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বনাধিকারিকদের উপস্থিতিতে লালগড়ের মেলখেড়িয়া ও মধুপুর এলাকায় ঝিটকার জঙ্গলে দুটি ড্রোন ক্যামেরা ওড়ানো হয়। এর আগে ড্রোনের সাহায্যে রাজ্যে দুষ্কৃতিদের স্নধানে ও চোরাচালান আটকাতে বড় ধরনের সাফল্য এসেছে।

এদিন মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, লালগড়, শালবনী ও গুড়গুড়িপাল এলাকায় একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। তিনি আশা প্রকাশ করে জানান, এই ড্রোনের সাহায্যে বাঘটির অবস্থান জানা যাবে। যদিও এদিন ড্রোন ব্যবহার করা হলেও বাঘের কোনও অবস্থান কিন্তু জানা যায়নি।

বন দফতর অবশ্য অন্যান্য দিনের মতো এদিনও গ্রামবাসীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। এদিনও অবশ্য শালবনীর লক্ষণপুরের জঙ্গলে আরও একটি খাঁচা পাতা হয়।

Published on: মার্চ ৮, ২০১৮ @ ২৩:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 2