সিএএ-র বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ মিছিল করলেন ছাত্রছাত্রীরা, দিয়ে রাখলেন এই হুঁশিয়ারিও

Main দেশ রাজ্য
শেয়ার করুন

ছাত্র-ছাত্রীদের মুখে স্লোগান ছিল – “এনআরসি, সিএএ, সিএবি মানছি না মানব না। তাদের মুখে স্লোগান ছিল “আমরা সবাই আজাদি।”

Published on: ডিসে ২১, ২০১৯ @ ২২:২৬

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ডিসেম্বর:  আজ শনিবার কলকাতায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে সরব হলেন। প্রতিবাদ মিছিল করলেন। বিজেপির রাজ্য অফিস ঘেরাও অভিযান করলেন। ছাত্র-ছাত্রীদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ঘিরে ছিল টান্টান উত্তেজনা। মিছিল শুরু হয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে। শেষ হয় মহাজাতি সদনে।

ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল

মিছিল শুরু হয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে। মিছিলে পা মেলাতে দেখা যায় কলকাতার একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। ছাত্র-ছাত্রীদের মুখে স্লোগান ছিল -এনআরসি, সিএএ, সিএবি মানছি না মানব না। তাদের মুখে স্লোগান ছিল “আমরা সবাই আজাদি।” এভাবেই মিছিল এগোতে থাকে সেন্ট্রাল অ্যাভেনিউ দিয়ে। মিছিল যখন বিজেপির রাজ্য অফিসের মুখে আসে তখন বিক্ষোভকারীদের বাধভাঙা ঢল উপচে পড়তে দেখা যায় রাস্টার উপর করে রাখা বাঁশের ব্যারিকেডে।

ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা

এই সময় বিক্ষোভকারীদের একটা বড় অংশকে দেখা যায় ব্যারিকেড টপকে বিজেপির অফিসের দিকে যাওয়ার চেষ্টা করতে। সেই সময় পর্যাপ্ত পুলিশ সেখানে থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারেনি। তবে বিক্ষোভকারী ছাত্রদের বলতে শোনা যায়- আজ তারা বিজেপির অফিসের সামনে দিয়ে শুধু হেঁটে গিয়েছে। তবে এই বিল বা এই আইন যদি প্রত্যাহার করা না হয় তাহলে আগামিদিনে এই আন্দোলন আরও চরম আকার নেবে। সেক্ষেত্রে সেদিন কিন্তু মিছিল রাস্তা দিয়ে শুধু হেঁটেই যাবে না সোজা বিজেপির পার্টি অফিসের মধ্যে ঢুকে যাবে।

বিজেপি তাকিয়ে ২৩ ডিসেম্বরের দিকে

মিছিল চলার সময় অবশ্য বিজেপির কর্মীরাও সেখানে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি পুলিশও পর্যাপ্ত পরিমাণে ছিল। এক বিজেপি নেতা বলেন- এ রাজ্যে শ্রমিক আর ছাত্রদের হাঙ্গামা করার অবাধ অনুমতি দেওয়া হয়। তাছাড়া রাজ্য সরকার এই ইস্যুতে বাম-কংগ্রেসদের এধরনের প্রতিবাদ মিছিল করাতে সাহায্য করছে। আগামী ২৩ ডিসেম্বর তো বিজেপিও কলকাতায় সিএএ-র সমর্থনে মিছিল করবে সেদিন দেখা যাক রাজ্য সরকার আমাদের অনুমতি দেয় কিনা।

Published on: ডিসে ২১, ২০১৯ @ ২২:২৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

92 − 88 =