শুদ্ধ বাংলা ভাষা চর্চার অঙ্গীকার নিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে পালিত হলো মহান ভাষা শহিদ দিবস

Main কোভিড-১৯ দেশ বাংলাদেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৪, ২০২১ @ ১১:৪৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: একুশের চেতনাকে কাজে লাগিয়ে আমরা যেন সারা বছরই শুদ্ধ বাংলা ভাষা চর্চা করতে পারি- এমনই অঙ্গীকারের কথা বলেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উপ-হাইকমিশনার তৌফিক হাসান। গত একুশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে ‘মুজিব শতবর্ষ’-এ যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ সাড়ম্বরে পালিত হয়।

একুশের শুরুতে উপ-হাইকমিশন চত্বরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা অর্ধনমিত করেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত প্রভাতফেরি

এরপর বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত প্রভাতফেরি শুরু হয়। প্রভাতফেরিটি কলকাতার ‘বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র’ থেকে শুরু হয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে এসে শেষ হয়। কলকাতার কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীগণ, বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারি, সোনালী ব্যাংক লিঃ ইন্ডিয়া অপারেশন্স কলকাতা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা-এর সকল স্বদেশভিত্তিক কর্মকর্ত-কর্মচারি এবং তাদের পরিবারের সদস্যগণ, কলকাতায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকবৃন্দ, কলকাতার ভাষাপ্রেমী, কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন নাট্য সংগঠনের সভ্যরা এ প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন। প্রভাতফেরি শেষে উপ-হাইকমিশন চত্ত্বরে অবস্থিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠিত হয়

পুষ্পার্ঘ্যের পর উপ-হাইকমিশনের বঙ্গবন্ধু মঞ্চে উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে অংশগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক গৌতম খাস্তগীর, বিধায়ক অসিত মিত্র, বিশিষ্ট কবি বরুন চক্রবর্তী, মানিক দে, কবি ও লেখক গোপাল চক্রবর্তী, পশ্চিমবঙ্গের ইউনিসেফ প্রধান মোঃ মহিউদ্দিন, বাংলাদেশের চট্টগ্রাম পরিষদের সম্পাদক গোপাল দাস ও ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পাদক ইলোরা দে প্রমুখ।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রেরিত বাণী পাঠ
মহান ‘ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে এ মিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কন্স্যুলার) মোঃ বশির উদ্দিন, প্রথম সচিব (প্রেস) ড. মোঃ মোফাকখারুল ইকবাল এবং প্রথম সচিব (রাজনৈতিক-১) শামীমা ইয়াসমীন স্মৃতি।

ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন

সভাপতির বক্তব্যে উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, “আমাদের বাংলা ভাষা চর্চা যেন শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারিতেই সীমাবদ্ধ না থাকে, বরং একুশের চেতনাকে কাজে লাগিয়ে আমরা যেন সারা বছরই শুদ্ধ বাংলা চর্চা করতে পারি, আমাদের সন্তানদেরকে সঠিক বাংলা ভাষা শিক্ষা দিতে পারি, তাহলেই ভাষা শহীদদের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো।”

ভাষাদিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেট প্রতিনিধিরা

২১শে ফেব্রুয়ারি ২০২১ মহান ‘ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর গুরুত্ব তুলে ধরতে বিকেলে উপ-হাইকমিশন প্রাঙ্গণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতায় বিভিন্ন দেশের কনস্যুলেট প্রতিনিধিরা তাদের নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে অংশগ্রহণ করে ভারত, নেপাল, যুক্তরাজ্য, জাপান, ইতালি, থাইল্যান্ড, ফরাসী, স্প্যানিশ ও পর্তুগীজ। ওই অনুষ্ঠানে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘গু গড়ঃযবৎ ঃড়হমঁব’ প্রামাণ্য চিত্রটি প্রদর্শিত হয়। এছাড়া বাংলা সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের ওপর নির্মিত ডকুফিচার ‘আমি সৌমিত্র’ এর টেলার উদ্বোধন করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

ছবিটি ২০১৮ সালে মহান ভাষা শহিদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সফরকালে ঢাকা শহরে উপস্থিত থেকে লেখকের নিজের তোলা।

Published on: ফেব্রু ২৪, ২০২১ @ ১১:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2