শীলা দীক্ষিত স্বীকার করলেন- জঙ্গিদের বিরুদ্ধে মোদি যে কঠোরতা দেখিয়েছে তা মনমোহনও দেখাতে পারেনি

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৪, ২০১৯ @ ২০:৫৫

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৪ মার্চঃ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বলেছেন জঙ্গিদের বিরুদ্ধে মোদি সরকার যে নীতি নিয়েছে তা একদম সঠিক। ২৬শে নভেম্বর জঙ্গি হামলার পর মনমোহন সরকার এতটা কড়া পদক্ষেপ নিতে পারেনি, যা মোদি সরকার পুলওয়ামা হামলায় ৪০ জওয়ানের শহীদ হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে নিয়েছে। উল্লেখ্য, দিল্লির কংগ্রেস সভাপতি শিলা দীক্ষিত এও বলেছেন যে জঙ্গিদের বিরুদ্ধে মোদি সরকার যে ব্যবস্থা নিয়েছে তা রাজনীতির অনেক উর্দ্ধে।

হিন্দি সংবাদ মাধ্যম জাগরনকে দেওয়া এক সাক্ষাতকারে শীলা দীক্ষিত বলেছেন-” আমি এই বিষয়ে একমত যে মনমোহন সিং অতটা কঠোর ছিলেন না যতটা মোদি দেখিয়েছেন।কিন্তু আমার মনে হয়েছে উনি রাজনীতি থেকে প্রেরিত হয়েই এসব করছেন।” পুলওয়ামা হামলায় ৪০জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনার পরই তিনি ভারতীয় বায়ুসেনাকে দিয়ে বালাকোটে জৈশ-ই-মহম্মদের ক্যাম্পের উপর এয়ার স্ট্রাইকের ঘটনার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন শীলা দীক্ষিত।

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করেছেন- শীলা দীক্ষিতের এই বিবৃতিতে তিনি বলেন, “শীলাজির এই বক্তব্য সত্যিই হতাশাজনক। বিজেপি ও কংগ্রেসে কিছু তো চলছে। এর পর মনিষ সিশোদিয়া ট্যুইট করেছেন যে “আমরা ইতিমধ্যেই বলেছি যে কংগ্রেস আবার মোদিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য কাজ করছে …. । শীলা দীক্ষিত এ বিষয়ে সাফাই দিয়ে বলেন, যদি আমার বক্তব্য অন্য কোন উপায়ে উপস্থাপিত হয় তবে আমার কিছু করার নেই।”

Published on: মার্চ ১৪, ২০১৯ @ ২০:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3