শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ, তদন্ত চলছে

Main দেশ ভোট সংবাদ
শেয়ার করুন

Published on: এপ্রি ১০, ২০২১ @ ১৮:৪১

এসপিটি নিউজ ব্যুরো:   কোচবিহারের শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। সেখানে তদন্ত চলছে। আজ এই বুথের বাইরেই একটি ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপান-উতোর বেড়েছে।একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছেন। অন্যদিকে , বিজেপি পালটা অভিযোগ জানিয়ে বলেছে যে এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের জেরেই ঘটেছে।

বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেছেন, “আমার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনীর ঘেরাওয়ের ডাক দিয়ে মানুষকে উসকেছেন, তারি জেরে এদিন এই ঘটনা ঘটেছে।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন- “আমি বিশ্বাস করি, এই ঘটনা (কোচবিহারে গুলি চালানোর ঘটনা) পূর্বপরিকল্পিত। আমি বিষয়টি তদন্তের আদেশ দেব।” তিনি আরও অভিযোগ করেন- ” আজকের ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোপুরি দায়ী এবং তিনি নিজেই ষড়যন্ত্রকারী। আমি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিই না কারণ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে কাজ করে।”

“আমি আগামীকাল সকাল দশটায় মাঠভাঙ্গা হাসপাতালে যাব এবং সেখান থেকে আলিপুরদুয়ার যাব। ভোটগ্রহণ চলছে বলে ভোটের আচরণবিধির কারণে আমি আজ কোচবিহারে যেতে পারিনি”- বলেন মমতা।

তৃণমূল কংগ্রেস (টিএমসি) পশ্চিমবঙ্গের চিফ ইলেকশনাল অফিসারকে (সিইও) চিঠি দিয়েছে “কেন্দ্রীয় বাহিনী কর্তৃক চারজনকে ঠান্ডা মাথায় হত্যা এবং তিন নিরীহ মানুষকে নির্মমভাবে আহত করার বিষয়ে এই চিঠি দেওয়া হয়েছে।”

Published on: এপ্রি ১০, ২০২১ @ ১৮:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2