চিন সীমান্ত সংলগ্ন উত্তরকাশী সংযোগকারী অস্থায়ী গঙ্গোত্রী সেতুটি ভেঙে পড়ল

দেশ ভ্রমণ
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ আজ সকালে ভেঙে পড়ল চিন সীমান্ত সংলগ্ন উত্তরকাশী সংযোগকারী অস্থায়ী গঙ্গোত্রী সেতুটি। এরফলে আশপাশের বহু গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।অসুবিধার মধ্যে পড়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল-পড়ুয়া-শিক্ষকরা।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট আশিষ চৌহান বলেন, অস্থায়ী গঙ্গোত্রী সেতুটি সকাল ৬ টায় ভেঙে যায়।দুটি ট্রাক সেইসময় সেতুটি দিয়ে পার হচ্ছিল।যদিও এ ঘটনায় কেউই আহত হয়নি বলে ডিএনএ নিউজকে তিনি জানান।

তিনি আরো জানান,নিয়ম অনুযায়ী, শুধুমাত্র একটি ট্রাকই এককভাবে সেতু দিয়ে পাস করতে পারে। এই ঘটনার পর সেখানে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বিকল্প রুট খোলার জন্য বর্ডার সড়ক সংস্থা (বিআরও) এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লুডি )কে বলা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই সেতুটি ব্যবহার করে বিশেষ করে স্কুলছাত্রী ও শিক্ষকরা, সেতুটি ভেঙে পড়ায় তাদের যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান তিনি। বর্তমানে সেতুটি ভেঙে পড়ার ফলে ব্রিজের উভয় পাশে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়েছে, যদিও এই মুহূর্তে কোনও বিকল্প রুট বের হয়নি।ছবিঃ এএনআই


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =