দুই মাথা বিশিষ্ট বিরল সাপের সন্ধান পেতেই পরিবেশবিদরা দিয়ে ফেললেন তার নামও

Main বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১১, ২০১৯ @ ১৭:৫৬

এসপিটি নিউজ ডেস্ক:  এমন ধরনের সাপের দেখা খুব বেশি মেলে না। তবে গভীর জঙ্গলের ভিতরে ঢুকলে কোনো কোনো সময় দেখা পাওয়ার সম্ভাবনা আছে। আর সেটাই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক অরণ্যে। সেখানে সন্ধান মিলেছে দুই মাথা সাপের। যেটির নাম দেওয়া হয়েছে ডায়ল ডেভ র‍্যাটলস্নেক।

যেখানে মিলেছে এই দ্বি-মাথা সাপের সন্ধান

গত মাসে হার্পেটোলজিকাল অ্যাসোসিয়েটস গ্রুপের পরিবেশবিদরা আবিষ্কার করেছিলেন এই শিশু র‌্যাটলস্নেকটিকে।তারা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইন ব্যারেন্সের গভীর জঙ্গলে পা রাখেন তখন তাদের চোখে পড়ে এই দ্বি-মাথা সাপটিকে। এই পরিবেশবিদরা যে দলের হয়ে কাজ করছে সেই দলটি 1977 সাল থেকে বিপন্ন এবং ভয়ানক সরীসৃপ এবং উভচরদের নিয়ে চর্চা করে আসছে।

এর আগে এখানে মেলেনি এই ধরনের সাপ

বার্লিংটন কাউন্টির হার্পেটোলজিকাল অ্যাসোসিয়েটসের চিফ এক্সিকিউটিভ বব জাপাল্পোর্তি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে এই প্রথম দু’মাথার র‌্যাটলস্নেক পাওয়া গেছে।

যেভাবে নাম ঠিক হয়েছে

বার্লিংটন কাউন্টির একটি পরিচিত নেস্টিং এলাকায় দিনব্যাপী র‍্যাটলস্নেকটিকে ঘুরে বেড়াতে দেখা গেছিল।আর সেটা প্রথম দেখেছিলেন ওই দলের দুই পরিবেশবিদ ডেভিড স্নাইডার এবং ডেভ বুর্কেট। আর তাই র‍্যাটলস্নেকটির নামকরন হয়েছে ওই দুই পরিবেশবিদের নামের অনুকরনেই। দুই পরিবেশবিদ যেহেতু আবিষ্কার করেছেন এবং র‍্যাটলস্নেকটি যেহেতু দুই মাথার তাই নামও রাখা হয়েছে সেই মতো ডাবল ডেভ র‍্যাটলস্নেক। সূত্রঃ স্কাই নিউজ

Published on: সেপ্টে ১১, ২০১৯ @ ১৭:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 66 = 76