দেশের প্রথম সমুদ্রবিমান পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, গুজরাট পর্যটনে নয়া আকর্ষণ

Main দেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

Published on: অক্টো ৩১, ২০২০ @ ২০:১২

এসপিটি নিউজ ডেস্ক:   আজ গুজরাটে দেশের প্রথম সমুদ্রবিমান পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নর্মদা জেলার কেভাদিয়ায় সর্দার সরোবর বাঁধের পুকির-৩ থেকে আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টের প্রথম বিমানে চড়ে সেবার উদ্বোধন করেন তিনি।

সমুদবিমান যাত্রার সুবিধা

বিমানে ওঠার আগে মোদি ওয়াটার অ্যারোড্রোমে কিছু সময় কাটিয়েছিলেন এবং সেবার বিষয়ে বিশদ তথ্য জানেন।কর্মকর্তারা বলেন,  মোদিকে বহনকারী 19 সিটের বিমানটি প্রায় 200 কিলোমিটার দূরত্বে প্রায় 40 মিনিটের মধ্যে সবরমতী রিভারফ্রন্টের জলে অবতরণ করবে।সময় মতো অবশ্য প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে যান।

এই সমুদ্র বিমান পরিষেবাটি আহমেদাবাদের সবরমতি নদীফ্রন্টকে কেভদিয়ার স্ট্যাচু অফ ইউনিটির সাথে সংযুক্ত করেছে। কেভদিয়া এবং সবরমতির মধ্যেকার দুই শতাধিক কিলোমিটারের দূরত্ব সমুদ্রপৃষ্ঠে মাত্র 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবে।

পর্যটনকে বাড়াবে এই পরিষেবা-প্রধানমন্ত্রী

এর আগে প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে ভাষণকালে বলেন: “আজ সর্দার সরোবর থেকে সবরমতী রিভারফ্রন্ট পর্যন্ত সমুদ্রবিমান যাত্রা পরিষেবাও চালু হতে চলেছে। স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য, দেশবাসী এখন সমুদ্র প্লেনের বিকল্প পরিষেবাও পাবেন। এই সমস্ত প্রচেষ্টা এই অঞ্চলে পর্যটনকে আরও বাড়িয়ে তুলবে।”

প্রতিক্রিয়া দুই সংস্থার

সরবরমতী রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ট্যুইট করে লিখেছেন-“মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সবরমতী রিভারফ্রন্ট এবং স্ট্যাচু অফ ইউনিটির সংযোগকারী দেশের প্রথম আঞ্চলিক সমুদ্রবিমান পরিষেবা উদ্বোধন করে দেশের আঞ্চলিক যোগাযোগে বিপ্লব ঘটিয়েছে।”

স্পাইস শাটল ট্যুইট করে লিখেছে- “আজ, 2020 সালের 31 শে অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের 145 তম জন্মদিনে, ভারতীয় বিমানের এক নতুন যুগ আমাদের উপর নির্ভর করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জিকে সম্মান জানাতে পেরেছি।ভারতের প্রথম সমুদ্রযাত্রার পরিষেবাটির দৃষ্টিভঙ্গি এবং এর উদ্বোধনের জন্য আমরা তাকে স্বাগত জানাতে পেরে সম্মানিত।”

Published on: অক্টো ৩১, ২০২০ @ ২০:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + = 20