ধ্বংসের আগে জৈশের ঘাঁটির এই হল প্রথম ছবি, যেখানে ভারত ফেলে ১০০০ কেজি বোমা

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০১৯ @ ২৩:২৬

এসপিটি নিউজ ডেস্কঃ পুলওয়ামা হামলায় ৪০ ভারতীয় শহীদ জওয়ানদের বদলা অবশেষে নিল ইন্ডিয়ান এয়ার ফোর্স। আমাদের ৪০ শহীদ জওয়ানের বদলা হিসেবে খতম করে দিল ৩০০ জঙ্গিকে। পাকিস্তানের বালাকোটে হানা দিয়ে সেখানে ফেলে এল ১০০০ কেজি বোমা। যেখানে ছিল জৈশের ঘাঁটি। ধ্বংসের আগে সেই জায়গার ছবি কেমন ছিল তা সামনে এসেছে। সূত্রের খবর, ওই স্থানে জৈশ-মহম্মদের ট্রেনিং ক্যাম্প ছিল।

এখানে ৩০০ জঙ্গি মারা যাওয়ার খবর রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘন জঙ্গলের ভিতর এই ক্যাম্পে জঙ্গিদের সুইসাইড অ্যাটাক বা আত্মঘাতী হামলার ট্রেনিং দেওয়া হত।

এখানে সড়কের উপর কিছু দেশের পতাকাও দেখা গেছে।মনে করা হচ্ছে সেইসব দেশে জৈশ-ই-মহম্মদের জঙ্গি হামলার পরিকল্পনা নিয়েছিল।

সূত্রের খবর, যে সময় ভারতীয় বায়ুসেনা এই হামলা চালায় সেইসময় সেখানে মৌলানা ওমর ও মাসুদ আজহারের ভাই মৌলানা তলহা সেফ ক্যাম্পের ভিতর ছিলেন। এমনকী গোয়েন্দা সংস্থার ক্যামেরাতেও ধরা পড়েছে মাসুদ আজহারের গাড়ির ছবি, যাতে করে তিনি এখানে এসেছিলেন।

বলা হচ্ছে যে মাসুদ আজহার ও আব্দুল রউফের মতো বড় মাপের জঙ্গি নেতারা এখানে এই ক্যাম্পে আসতেন জঙ্গিদের লেকচার দিতে। এই ক্যাম্পের পাশ দিয়েই বয়ে গেছে কুনহার নদী যেখানে জঙ্গিদের সমুদ্রে হামলা করার ট্রেনিং দেওয়া হত। এই ক্যাম্পে জঙ্গিদের ট্রেনিং দিতেন পাকিস্তানের প্রাক্তন সেনা অফিসার।

এই ক্যাম্পের ভিতরের ছবিও সামনে এসেছে। যেখানে জৈশ-ই-মহম্মদের পতাকা নজরে এসেছে। এর মধ্যে মুফতি আব্দুল রউফ এবং মাসুদ আজহার ২০১৮ সালের ১লা এপ্রিল জঙ্গিদের ট্রেনিং দিচ্ছেন দেখা গেছে।

Published on: ফেব্রু ২৬, ২০১৯ @ ২৩:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 82 = 88