মাসুদের ভাই মৌলানা অম্মর নিশ্চিত করলেন-বালাকোটে ভারতীয় বায়ুসেনা তাদের প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দিয়েছে

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১৬:২৮

এসপিটি নিউজ ডেস্কঃ একদিকে পাকিস্তান আর আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি আর একদিকে আমাদের গোটা দেশ এবং কেন্দ্রীয় সরকার। প্রথম পক্ষ সার্জিক্যাল এয়ার স্ট্রাইক নিয়ে সংশয় প্রকাশ করেছিল। প্রশ্ন তুলেছিল যে ভারতীয় বায়ুসেনা যে এয়ার স্ট্রাইক করেছে তাতে কি আদৌ কেউ মরেছে আদৌ সেখানে কিছু ক্ষতি হয়েছে? প্রশ্ন তুলেছিলেন এদেশের তথাকথিত কিছু রাজনৈতিক নেতা-মুখ্যমন্ত্রী। আর পাকিস্তান তো সমানে বলে গেছে ভারতীয় বায়ুসেনার অভিযানে বালাকোটে কোনও ক্ষতি হয়নি সেখানে শুধু বেশ কিছু গাছের ক্ষতি হয়েছে। সকলের এই সংশয় দূর করে দিয়েছে খোদ মাসুদ আজহারের ভাই মৌলনা অম্মর। এক অডিও বার্তায় তিনি বলেছেন, বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলায় সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। মারাও গেছে অনেকে। এ পর্যন্ত ৩৫জনের মৃতদেহ ধ্বংসস্তূপের থেকে উদ্ধার করা হয়েছে।

কি বলেছে সেই অডিও বার্তায় মাসুদ আজহারের ভাই মৌলনা অম্মর

অম্মর বলেছে-“শত্রুরা ইসলামিক দেশে প্রবেশ করার জন্য সীমা পার করে যুদ্ধ ঘোষণা করে এবং মুসলিম স্কুলে বোমা ফেলে। তাই, নিজের অস্ত্র নিজের হাতে তুলে নাও। শত্রুদের দেখিয়ে দাও জিহাদ এখনও আমাদের এক কর্তব্য।”

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ‘মাদ্রাসা সনান বিন সলসা’ তে সম্বোধন করে বলেন-“আমি আপনাকে স্মরণ করাতে চাই যে ভারতের যুদ্ধ বিমান কোনও সংস্থার সুরক্ষিত ঘরের উপর বোম ফেলেনি, তারা কোনও সদর কার্যালয়কেও নিশানা বানায়নি, তারা সংস্থার (জৈশ-ই-মহম্মদের) মিটিং পয়েন্টের উপর বোম ছোঁড়েনি, তারা সেই স্কুলের উপর হামলা চালিয়েছে যেখানে ছাত্রদের জেহাদ ভালভাবে বোঝানোর জন্য এবং নিপীড়িত কাশ্মিরীদের সাহায্য করার জন্য সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল ভারত সেই স্কুলকে নিশানা বানিয়েছে।ভারত এটা করে তাদের বিরুদ্ধে জেহাদ আরও সুনিশ্চিত করে দিল।”

ভারতীয় নিরাপত্তা সংস্থার এক আধিকারিক জানিয়েছে যে এই অডিও বার্তাতেই পরিষ্কার হয়ে গেছে যে সেদিনের সার্জিক্যাল এয়ার স্ট্রাইক-এ জৈশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটির বড় রকমের ক্ষতি হয়েছে। বিশেষ করে মাসুদের ভাই যাকে স্কুল বলতে চেয়েছে সেখানে যে জঙ্গি কাজকর্মের প্রশিক্ষন দেওয়া্র কাজ হত সেটাও কিন্তু তার কথাতে পরিষ্কার হয়ে গেছে।ওই আধাকারিক আরও জানান- এই অডিওটি এক পাকিস্তানিও সাংবাদিক ট্যুইট করেন, যিনি ফ্রান্সে থাকেন।” এই অডিও প্রকাশ হতেই নিরাপত্তা সংস্থাগুলি তা যাচাই করা শুরু করেছে।

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১৬:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1