লোকসভা ভোটের আগে গড়বেতায় চাঞ্চল্যঃ গ্রামে বাড়ির ভিতরে আগ্নেয়াস্ত্রের কারখানা খুঁজে বের করে মালিককে জালে তুলল পুলিশ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                      ছবি-বাপন ঘোষ 

Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ১১:২০

এসপিটি নিউজ, গড়বেতা, ১০ ফেব্রুয়ারিঃ একটা সময় গড়বেতা থানা এলাকা সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।আবারও সেরকমই হতে যাচ্ছিল। কিন্তু পশ্চিম মেদিনীপুর পুলিশের তৎপরতায় তা রক্ষা পেল।খড়কুশমা গ্রামে একটি বাড়ির ভিতর আগ্নেয়াস্ত্র কারখানা বাজেয়াপ্ত করল। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক নূর হোসেন দালাল্কে। যার বিরুদ্ধে এই অস্ত্র কারখানাটি চালানোর অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, অনেক দিন ধরেই এখানে কারখানাটি চলছিল। তবে স্থানীয় মানুষ দাবি করেছে যে তারা নাকি জানত না। হয়তো ভয়ে এ ব্যাপারে কেউ বিষয়টিকে প্রকাশ্যে আনতে চায়নি। এমনও হতে পারে। যাই হোক পুলিশ খবর পাওয়া আমত্রই বাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে তল্লাশি চালায়।বাড়ির ভিতরে কারখানা থেকে একটি দেশি বন্দুক, কয়েক রাউন্ড কার্তুজ, বন্দুক তৈরির সরঞ্জাম সহ আরও অনেক কিছু উদ্ধার করেছে পুলিশ।বাড়ির ভিতরে বে আইনিভাবে অস্ত্র কারখানা করার অপরাধে পুলিশ নূর হোসেন দালালকে অস্ত্র আইনে গ্রেফতার করেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বাড়ির মালিককে বাইনিভাবে অস্ত্র কারখানা চালানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করা হবে।

শনিবারই অবশ্য ধৃত নূরকে গড়বেতা আদালতে তোলা হয়। ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ১১:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85 + = 92