বইমেলায় ‘গণতন্ত্রের সংকট’ বই প্রকাশ অনুষ্ঠানে লেখক-প্রকাশকের মুখে যা শোনা গেল তাও কি ‘গণতন্ত্র’ নয়? তবে ‘সংকট’ হল কই?

রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ১৮:৩৯

এসপিটি নিউজ, কলকাতা, ১০ ফেব্রুয়ারিঃ শনিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মিডিয়া সেন্টারে বেশ কিছু বই-এর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেখানে একটি প্রকাশনা সংস্থার বেশ কয়েকটি বই প্রকাশ করা হয়।তার মধ্যে একটি বই ছিল ‘গণতন্ত্রের সংকট’। বইটির লেখক প্রকাশক নিজেই। এই বইটি প্রকাশ করার সময় লেখক বেশ কয়েকটি কথা বলেন। যা শুনে মনে হয়েছে ‘সত্যিই কি আমাদের মতো দেশে প্রকৃত অর্থে গণতন্ত্রের সংকট ঠিক কতটা? আর তাই যদি হবে লেখক কি তবে ‘গণতন্ত্রের সংকট’ শিরোনামে বইটি প্রকাশ করতে পারতেন? এই প্রশ্নের সুযোগ হয়নি।

বই প্রকাশের অনুষ্ঠানের শুরুর দিকে প্রকাশক দাবি করেন-তাঁরা যে সমস্ত বই প্রকাশ করেন সেসব বই শুধুমাত্র প্রকাশের জন্যই করেন না। সমাজের কাজে লাগে সমাজ উপকৃত হয় সমৃদ্ধ হয় এমন সব বই তাঁরা প্রকাশ করেন। এরপরই তাঁর গলায় শোনা যায় ‘রাজনীতির’ ঝলক। বলে ওঠেন-“আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি মার্কা কথা বলি না।” পরক্ষনেই তিনি সুকৌশলে বলে ওঠেন- “না, আমি এখানে রাজনীতির প্রসঙ্গ টানতে চাই না।”

এখানেই শেষ নয়। বই প্রকাশের প্রাক্কালে আবার তাঁর গলায় শোনা যায়-“এই ধরুন, মন্ত্রী এসেছেন। সঙ্গে সঙ্গে শোনা যায়- এই সরুন, সরুন- ওনাকে যাওয়ার জায়গা করে দিন।” তারপর আবার শোনা গেছে-“কেউ গণতন্ত্রকে রক্ষা করতে রাস্তায় নেমেছেন। তাঁর ভূমিকা ঠিক না ভুল সে বিষয়ে নিয়ে আমার কোনও কথা বলা উচিত হবে না।”

একজন লেখকের গলা থেকে যখন এমন সব কথা বেরিয়ে আসে তখন স্বাভাবিক ভাবে উপস্থিত আমার মতো অনেকের মনের মধ্যেই একাধিক প্রশ্ন দানা বাঁধে।

  • মন্ত্রীর রাস্তা প্রশ্বস্ত করতে নিরাপত্তা রক্ষীরা যা করে থাকেন, তাতে লেখক কি এমন ‘গণতন্ত্রের সংকট’ দেখলেন?এখানে সাধারণ মানুষ আর মন্ত্রীর মধ্যে তিনি ঠিক কোন ধরনের গণতান্ত্রিক সম্পর্কের কথা বলতে চাইলেন?
  • মুখ্যমন্ত্রীর গণতন্ত্র রক্ষার ভূমিকা তাঁর কাছে কেন মনে হল এটাও এক ধরনের গণতন্ত্রের সংকট?না হলে তিনি নাম না করে কেন এটাকে উদাহরণ টানলেন?
  • তিনি কি মনে করেন, সত্যি এখানে গণতন্ত্রের সংকট উপস্থিত হয়েছে?
  • যদি তাই হবে, তাহলে মাননীয় লেখক ও প্রকাশক মহাশয়-আপনার ‘গণতন্ত্রের সংকট’ বইটি কিভাবে বইমেলায় এত সুন্দরভাবে নির্বিঘ্নে প্রকাশিত হয়ে গেল?এরপরেও আপনি মনে করেন ‘গণতন্ত্রের সংকট’?
  • আপনার কাছে কি কোনও জবাব আছে, সত্যি যদি গণতন্ত্রের সংকট দেখা দিয়ে থাকে তবে তা কারা তৈরি করছেন, বলুন তো?

অনুষ্ঠানে আরও যে বই প্রকাশ হয় তার মধ্যে উল্ল্যেখযোগ্য-‘রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ’, ‘মৃণাল সেন সত্তা ও সৃষ্টি’।

Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ১৮:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − 48 =