রাহুলের নয়া তাস- “কংগ্রেস ক্ষমতায় এলে গরিবরা বছরে ৭২,০০টাকা পাবেন”, বিজেপি বলল-এ শুধুই রাজনৈতিক বিবৃতি

Main দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ২৫, ২০১৯ @ ২০:৪৯

এসপিটি নিউজ ডেস্কঃ লোকসভা ভোটের লড়াইতে সবচেয়ে বড় তাস ফেললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোট যুদ্ধের লড়াইতে তিনি গরিব মানুষের তাস-ই ব্যবহার করলেন। সোমবার তিনি ঘোষণা করলেন-“কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের প্রতিটি গরিবি পরিবার যাদের মাসে ১২ হাজার টাকার কম আয় তাদের প্রতি মাসে ৬ হাজার টাকা করে অর্থাৎ বছরে মোট ৭২,০০০ টাকা দেওয়া হবে। এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে জমা পড়ে যাবে।” বিজেপি বলল-এ শুধুই এক চমক ছাড়া আর কিছুই নয়।

ন্যুনতম আয় গ্যারান্টি যোজনাঃ রাহুলের দাবি-বিশ্বের সবচেয়ে বড় আয় যোজনা

১) রাহুল গান্ধী এদিন বলেন-“দেশে গত পাঁচ বছরে সাধারণ মানুষ অনেক অসুবিধা ভোগ করেছেন। এ দেখে আমরা ভারতবাসীকে ন্যায় দিতে চলেছি। যা ন্যুনতম আয় গ্যারান্টি। এমন যোজনা সারা বিশ্বে আর কোথাও নেই।”

২) “যদি মোদিজি দেশের সবচেয়ে ধনীদের পয়সা দিতে পারেন তাহলে কংগ্রেসও গরিব মানুষদের পয়সা দেবে।” যা বিশের মধ্যে সব চেয়ে বড় ন্যুওনতম আয় গ্যারান্টি যোজনা। একথা স্মরণ করে তিনি বলেন-“এ গরিবের উপর শেষ হামলা। এই যোজনা সঠিকভাবেই চালানো হবে। এ খুবই প্রভাবশালী এবং পরিকল্পিত যোজনা। এ যোজনার বিষয়ে আমরা অর্থিনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছি। এই প্রকল্পে দেশের পাঁচ কোটি গরিব পরিবার অর্থাৎ ২৫ কোটি মানুষ লাভবান হবে।”

৩) রাহুল গান্ধী বলেন- “ভারতে যদি ন্যুনতম আয়ের চেয়ে কম আমদানী হয় তাহলে এটি আয় বাড়ানোর চেষ্টা হবে। যা থেকে দেশে গরিব বলে আর কেউ থাকবে না। দ্বিতীয় পর্যায়ে ২৫ কোটি মানুষকে গরিবি ব্যবস্থা থেকে মুক্তি দেবে। এই প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের দেশে পতাকা আছে এবং প্রধানমন্ত্রীর রাজনীতিতে দুটি পতাকা আছে -একটি অনিল আম্বানি পতাকা আর দ্বিতীয়টি গরিবের পতাকা। একুশ শতকে আজ দেশ থেকে গরিবি হঠাতেই হবে। এটা কোনও স্কিম নয় এটা হল গরিবের জন্য শেষ পন্থা।আমি দুটি হিন্দুস্থান হতে দেব না। এটি ধনী ও গরিব উভয়ের দেশ হবে। আমি মহাত্মা হতে চাই না, আমি দুটি হিন্দুস্থান হতে দেব না। গরিবকে সম্মান দিয়েই ছাড়ব।”

বিজেপি বলল-এ শুধুই রাজনৈতিক বিবৃতি

৪) “ভর্তুকির কি হবে? অন্যান্য ব্যয়-এর কি হবে? সেখানে কিছুই উল্ল্যেখ নেই, “-বলেছেন বিজেপি মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল। “হোমওয়ার্ক ছাড়া, এটি শুধু একটি রাজনৈতিক বিবৃতি।”

Published on: মার্চ ২৫, ২০১৯ @ ২০:৪৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1