প. মেদিনীপুর জেলাতেই ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হয়ে নয়া লড়াই শুরু করলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

ছবি- বাপন ঘোষ

 Published on: মার্চ ২৫, ২০১৯ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, ঘাটাল, ২৫ মার্চঃ তাঁর বিরুদ্ধে সোনা কান্ডের অভিযোগ আছে। দীর্ঘদিন ধরেই সিআইডি তাঁকে খুঁজছে। কিন্তু তিনি মনে করেন- তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। এসব তাঁর তৃণমূল কংগ্রসের বিরোধী কথা বলার জন্যই ফাঁসানো হয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে নিজের পুরনো জেলা যেখানে তিনি একসময় সাফল্যের সঙ্গে মাওবাদী দমনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সেই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ বিজেপি প্রার্থী হয়ে ফিরে এলেন। শুরু করলেন আরও এক লড়াই। রাজনৈতিক লড়াই। এই দিনটির অপেক্ষাতেই ছিলেন প্রাক্তন এই পুলিশ সুপার। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই শুরু হতে চলেছে তাঁর অন্য এক লড়াই।

ভারতীর কটাক্ষ-রাজ্যে তো চলছে এখন দেউলিয়া সরকার

১) ভারতী ঘোষ যে বিজেপিতে যোগ দিচ্ছে সেটা অনেক আগেই পরিষ্কার হয়ে গেছিল। যখন থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য সরকার, যে দিন থেকে তাঁর খোঁজে সিআইডি তল্লাশি অভিযান চালানো শুরু করে, যখন ভারতী ঘোষের দেহরক্ষীকে সিআইডি গ্রেফতার করে, তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, যেদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়ে- তখন থেকেই ভারতী ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। আর তাই ঘাটালের বিজেপি প্রার্থী হয়ে নিজের পুরনো জেলায় ফিরে এসে ভারতী বলেন- “আসলে রাজ্যের শাসক দলের অপকীর্তির কথা বলতেই তাদের বিরোধিরতা করাতেই আমাকে ও আমার পরিবারকে ফাঁসানো হয়েছে। আসল সত্য সামনে আসবেই। ”

২) “রাজ্যে তো এখন এক দেউলিয়া সরকার চলছে। এদের ব্যাপারে আর কি বলার আছে।” গত লোকসভা নিরবাচনে ঘাটালে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অভিনেতা দেব এবারেও তৃণমূলের প্রার্থী হয়েছেন। সেই প্রসঙ্গে ভারতী বলেন- “দেবের সঙ্গে আমার সম্পর্ক ভাল, একেবারেই ছোট ভাইয়ের মতো। তবে রাজনীতির ময়দানেও লড়াই সেভাবেই থাকবে।”একই সঙ্গে জানান- এখানে কনও উন্নয়নই হয়নি।

মোবাইল ফোন ট্যাপ করার অভিযোগ আনলেন

৩) বিজেপি প্রার্থী প্রাক্তন এই পুলিশ সুপারের অভিযোগ- সিআইডি তাঁর মোবাইল ফোন ট্যাপ করছে। ইতিমধ্যেই তিনি তাঁর আইনজীবী মারফত গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে নিজের ক্ষোভ প্রকাশ করেন ভারতী ঘোষ।

বিজেপিতে আছেন তাই আজ তাঁর পাশে আছি-দিলীপ ঘোষ

৪) ভারতী ঘোষকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন- একসময় উনি রাজ্য সরকারের হয়ে কাজ করতেন। তখন তাঁর বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি। আজ তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তাই আজ আমরা ওনার পাশে আছি।

Published on: মার্চ ২৫, ২০১৯ @ ২৩:৫৬

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 − 28 =