জানেন কি, ভারতীয় আকাশপথের ঠিক কতটা কলকাতা এরিয়া কন্ট্রোল সেন্টার নিয়ন্ত্রণ করে

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২১, ২০২১ @ ১০:০৯
Reporter: Aniruddha pal

এসপিটি নিউজ, কলকাতা, ২১ নভেম্বর:  ভারতীয় আকাশপথে ফ্লাইট ইনফর্মেশন রিজিয়ন বা উড়ান তথ্য অঞ্চলের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। যেভাবে উড়ানের সংখ্যা বেড়েছে সেই অনুযায়ী এই ওঞ্চলের গুরুত্ব আগের চেয়ে অনেকখানি বেড়ে গিয়েছে। তবে আকাশপথের এই অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে বিভিন্ন বিমানবন্দর এলাকার এরিয়া কন্ট্রোল সেন্টার। যেখানে একটা বড় নাম কলকাতা এরিয়া কন্ট্রোল সেন্টারের, যারা ভারতীয় আকাশপথের বেশ অনেকখানি অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে।

কলকাতা এরিয়া কন্ট্রোল সেন্টার

এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া এই বিষয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তারা জানিয়েছে- ভারতীয় আকাশপথে এফআইআর (ফ্লাইট তথ্য অঞ্চল) এর মধ্যে, সমগ্র আকাশপথের প্রায় এক তৃতীয়াংশ কলকাতা এরিয়া কন্ট্রোল সেন্টার দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়। এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া ভারতের এভিয়েশন সেক্টরে তাদের অবদানকে স্বীকৃতি দেয়।

গ্লোবাল এয়ারস্পেস

গ্লোবাল এয়ারস্পেস নয়টি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এয়ার নেভিগেশন অঞ্চলে বিভক্ত, কখনও কখনও এদের গ্লোবাল এয়ার নেভিগেশন প্ল্যান অঞ্চল বলা হয়। আকাশপথকে আরও সহজ করে তুলতে আরও ভাগ করা হয়েছে ফ্লাইট ইনফরমেশন রিজিইয়নে (এফআইআর)।

আত্মনির্ভর ভারত সম্পর্কে আরও একটি পদক্ষেপ গ্রহণ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার,  গত ২৪ সেপ্টেম্বর ২০২১-এ ড্রোন অপারেশনের জন্য ভারতের আকাশসীমা মানচিত্র প্রকাশ করেছে।

ভারতে মোট বিমানবন্দর

এই মুহূর্তে সারা ভারতে ৩৪টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। আর দেশে ডোমেস্টিক বিমানবন্দর আছে ৯৩টি। এই মুহূর্তে দেশে ১০টি ব্যস্ততম বিমানবন্দর হল- দিল্লির ইন্দিরাগান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বইতে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেঙ্গালুরুতে কেমপিগোওরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই ইণ্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমেদাবাদে সর্দার বল্লভ ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাটনায় জয়প্রকাশ নারায়ন এয়ারপোর্ট, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর মধ্যে যাত্রী চলাচলের ক্ষেত্রে কলকাতা অয়েছে পঞ্চম স্থানে। ২০২০-২০২১ সালে ৩১ মার্চ পর্যন্ত ৭৭,২৮,৯০৬জন। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে দিল্লি ও মুম্বই।

ছবিটি এএআই-এর সৌজন্যে

Published on: নভে ২১, ২০২১ @ ১০:০৯


শেয়ার করুন