সন্তানের মঙ্গলের জন্য কাশ্মীরি মায়েদের কাছে কি আবেদন রাখলেন ভারতীয় সেনার এই কর্তা

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৯, ২০১৯ @ ১৫:০১

এসপিটি নিউজ, শ্রীনগর, ৯ মার্চঃ “দয়া করে আপনারা আপনাদের সন্তানদের সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের পথে হাঁটতে নিষেধ করুন। তাদের আটকান। তাদের সমাজের মূলস্রোতে নিয়ে আসার পথ দেখান। আমি কথা দিচ্ছি তাদের নিরাপত্তার ব্যবস্থা করব।”

ভারতীয় সেনার চিনার কর্পসের কর্পস কম্যান্ডার কানওয়াল জিত সিং ধীলন শনিবার সমস্ত কাশ্মীরি মায়েদের কাছে এমনই এক আবেদন রেখেছেন। সংবাদ সংস্থা এএনআই সেনা কর্তার সেই আবেদনের কথা প্রকাশ করেছে।

কাশ্মীরি মায়ের কোল যাতে খালি না হয়-ভারতীয় সেনার মানবিক রূপ

১) সাম্প্রতিককালে যে হারে জঙ্গি সংগঠনগুলিতে কাশ্মীরি ছেলেরা যোগ দিচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সেনা। তাদের উদ্বেগ এই কারণে যে এর ফলে কাশ্মীরা ছেলেরা যারা জঙ্গিবাদের পথে হাঁটতে শুরু করেছে তারা সকলেই আইনের চোখে অপরাধী দেশদ্রোহী। সেক্ষেত্রে তারা যেকোনও সময় নিরাপত্তা বাহিনীর বাহিনীর নিশানা হয়ে যাবে। এতে সেই কাশ্মীরি মায়েরই কোল খালি হবে। যা গত চার বছরে বড় সংখ্যায় পোঁছেছে।

২) আর যাতে কোনও মায়ের কোল খালি না হয় সেদিকে খেয়াল রেখেই ভারতীয় সেনার এই কর্তা এমনই এক আবেদন রাখলেন। এই আবেদনে কতটা কাজ হবে কিংবা আদৌ কাজ হবে কিনা কাশ্মীরি মায়েরা সত্যিই তাদের সন্তানদের জঙ্গিবাদের রাস্তা থেকে সরিয়ে আনতে পারবে কিনা তা তো আগামিদিনেই জানা যাবে। তবে ভারতীয় সেনা যেভাবে কাশ্মীরি মায়েদের কথা ভেবে এমন এক আবেদন রাখলো তা খুবই তাৎপর্যপূর্ণ।

৩)পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলার ঘটনা কিংবা সাম্প্রতিকালে কাশ্মীরে যতগুলি জঙ্গি-পুলিশ সঙ্ঘর্ষের ঘটনা ঘটেছে তার সব কটিতেই কিন্তু কাশ্মীরি যুবকদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে।

Published on: মার্চ ৯, ২০১৯ @ ১৫:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =