বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী উদযাপিত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে

Main দেশ বাংলাদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ৯, ২০২২ @ ১০:৪৮

এসপিটি নিউজ : বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে, এই উপলক্ষ্যে ‘বাংলাদেশ গ্যালারীতে’-তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ, মূল প্রবন্ধ উপস্থাপন, ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রামাণ্যচিত্র প্রদর্শন

“মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”-স্লোগানে উদযাপিত অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা-এর জীবন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিজ সানজিদা জেসমিন, প্রথম সচিব (রাজনৈতিক)।

আলোচক হিসেবে যারা অংশগ্রহণ করেন

আলোচক হিসেবে অংশগ্রহণ করেন উন্নয়ন কর্মী ও গবেষক এবং শেখ রাসেলের বাল্য বন্ধু ও প্রতিবেশী, মিজ নাতাশা আহমাদ এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ড. পবিত্র সরকার। এছাড়া কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির বাণী এবং কাউন্সেলর (কনস্যুলার) মোঃ বশির উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। সঞ্চালকের দায়িত্বে ছিলেন শেখ মারেফাত তারিকুল ইসলাম, তৃতীয় সচিব (রাজনৈতিক)।

বঙ্গবন্ধুর সহধর্মিণীর প্রতি বিশিষ্টজনদের অভিমত

নাতাশা আহমাদ : উন্নয়ন কর্মী ও গবেষক এবং শেখ রাসেলের বাল্য বন্ধু ও প্রতিবেশী, মিস নাতাশা আহমাদ বলেন, মানুষকে আপন করে নেয়ার এক অদ্ভুত গুন ছিল বঙ্গমাতার। শুধু পরিবার নয়, আশে-পাশের সবাইকেই নিজের করে নিতেন তিনি।

ড. পবিত্র সরকার: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ড. পবিত্র সরকার বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব সম্পর্কে এতদিন তেমন কিছু জানা ছিল না। বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতিতে তার নিরব যে ভূমিকা তার গুরুত্ব অপরিসীম।

উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস : উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পরস্পর পরিপূরক ও অবিচ্ছেদ্য। বাঙালি জাতির ত্রাণকর্তা হয়ে উঠার নেপথ্য সারথি হলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে গেছেন বঙ্গবন্ধু বাঙালি ও বাংলাদেশের সাথে যেভাবে জড়িয়ে আছে তেমনি বঙ্গবন্ধুর সাথে ও বঙ্গমাতার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঙালির কল্যাণে বঙ্গবন্ধু যেদিন জেলে ছিলেন সেই সময়ে পরিবার সামলিয়ে বঙ্গমাতা দলীয় কাজের কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হতেন।

Published on: আগ ৯, ২০২২ @ ১০:৪৮


শেয়ার করুন