কোভিড বিধি মেনেই ইসকন মায়াপুরে শুরু আনন্দের উৎসব ঝুলন ও রাখীপূর্ণিমা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৯, ২০২১ @ ২০:৪৬

এসপিটি নিউজ, কলকাতা,১৯ আগস্ট:   গতবারের মতো এবারেও নিয়ম রক্ষার ঝুলন ও রাখীপূর্ণিমা উৎসব পালিত হচ্ছে ইসকন মায়াপুরে। গতকাল ১৮ আগস্ট বুধবার থেকে এখানে শুরু হয়েছে এই উৎসব। পাঁচদিন ধরে অর্থাৎ আগামী ২২ আগস্ট রবিবার চলবে এই অনুষ্ঠান। গতকাল মায়াপুরে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে শুরু হয়েছে শ্রীশ্রী রাধামাধবের ঝুলনযাত্রা মহামহোৎসব। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস-এর শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন- গতকাল বিকেল পাঁচটায় চন্দ্রোদয় মন্দিরে এই মহামহোৎসব শুরু হয়েছে।এই উপলক্ষে আরতি, কীর্তন, দীপদান ইত্যাদি নানা অনুষ্ঠান চলবে। দেশ-বিদেশের বহু ভক্ত এই উৎসবে অংশ নিয়ে থাকেন। কিন্তু বর্তমানে অতিমারি কোভিড-১৯ এর সংকট জনক পরিস্থিতিতে নিয়ম রক্ষার ঝুলনযাত্রা পালিত হচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ মেনে এই অনুষ্ঠান পালিত হচ্ছে।

এই ঝুলনযাত্রা নিয়ে ইসকন মায়াপুর তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে- ঝুলন প্রেমের উৎসব, মিলনের উৎসব, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব। পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব। ঝুলন ও রাখীপূর্ণিমা উৎসব দেশভক্তি, দেশপ্রেম ও আধাত্মিক বিকাশ সাধনের উৎসব।

জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন- ঝুলনযাত্রা উৎসব আপনাকে পৌঁছে দেবে অন্য এক অপ্রাকৃত জগতে। প্রত্যক্ষ দর্শন না করলে এর অপার মহিমা বোঝা দুঃসাধ্য। মনের মণিকোঠায় ভেসে উঠবে পরমেশ্বর ফগবান রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার অপ্রাকৃত ছবি।পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থণা জানাই, ঝুলন ও রাখীপূর্ণিমা উৎসব প্রসারিত হোক, সমাজ জীবনের প্রতিটি কোনে কোনে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক প্রেম, মৈত্রী, ভালবাসা। দৃঢ় হোক মানব মেলবন্ধন।

Published on: আগ ১৯, ২০২১ @ ২০:৪৬


শেয়ার করুন