যোশীমঠের কাছে হিমবাহ বিপর্যয়ে এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার, হাত লাগিয়েছে সেনা

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

Published on: এপ্রি ২৪, ২০২১ @ ২০:১২

এসপিটি নিউজঃ উত্তরাখণ্ডের যোশীমঠের কাছে সুমনা সড়কে হিমবাহ ভেঙে বড় ধপ্রনের বিপর্যয় হয়েছে। ভারতীয় সেনা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এ পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। আহতদের উদ্ধার করে ভারতীয় বায়ুসেনার বিমানে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, গতকালের ঘটনার পর ভারতীয় সেনা উত্তরাখণ্ডের যোশীমঠের কাছে সুমনার নিকটে তুষারধ্বসের জায়গা থেকে ৩৮৪ জনকে উদ্ধার করেছে। এখনও পর্যন্ত ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সেনা সূত্র জানাচ্ছে-  দুটি বিআরও ক্যাম্প থেকে তুষারধ্বসে আটকে থাকা মোট আটটি দেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ছয় জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। সেনাবাহিনী কর্তৃক উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বর্ডার রোড অর্গানাইজেশন জানাচ্ছে-  মালারি – সুমনা সড়কে একাধিক জায়গায়  স্লাইডের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।বিআরও দলগুলি ডোজারের সাথে ধ্বংসাবশেষ সাফ করার জন্য কাজ করে চলেছে।গতকাল সোমবার সুমনাতে হঠাৎ হিমাবাহ ফেটে যোশীমঠ এলাকায় স্বাভাবিকতা ব্যাহত হয়। সেনাবাহিনী সহায়তা করছে।

Published on: এপ্রি ২৪, ২০২১ @ ২০:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 4