অক্সিজেনের অভাবে পাঁচজনের মৃত্য অমৃতসরে, শুরু তদন্ত

Main কোভিড-১৯ দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ২৪, ২০২১ @ ১৯:৩৯

এসপিটি নিউজ, অমৃতসর, ২৪ এপ্রিলঃ পাঞ্জাবের অমৃতসরে একটি বেসরকারি হাসপাতালে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন না মেলায় এই পরিণতি। এমনটাই অভিযোগ হাসপাতালের এমডি-র। তাঁর মারাত্মক অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন যে তারা গত ৪৮ঘণ্টা ধরে অক্সিজেনের প্রবল ঘাটতির মুখোমুখি দাঁড়িয়ে। প্রশাসনকে জানানো সত্বেও তারা বলেছে যে আগে সরকারি হাসপাতা্লের আগে বসরকারি হাসপাতালে অক্সিজেন দেওয়া হবে না।”

এই অভিযোগ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসেছে পাঞ্জাব সরকার।সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বিএস সিধু ঘটনার উপর নজর রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের পরিচালক ডাঃ জিবি সিংকে আগামী দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। আকই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের পক্ষ থেকে যদি কোনও শিথিলতা দেখা দেয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী এও বলেছেন, ঘটনার তদন্তটি নিশ্চিত করতে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে।

Published on: এপ্রি ২৪, ২০২১ @ ১৯:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

98 − = 95