“মৌ বনে আজ মৌ জমেছে”

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

 Published on: অক্টো ৬, ২০১৮ @ ২৩:২৬

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৬অক্টোবরঃ পুজোয় থিম সঙ প্রকাশ করে কলকাতার রাস্তাতেই হাঁটল শিলিগুড়ি। এখানকার পরিচিত পুজো কমিটি ইয়াং মেন অ্যাসোসিয়েশন এমনই অভিনবত্ব নিয়ে এল জেলার পুজোয়। যা কলকাতার বাইরে এই প্রথম। তাদের সেই থিম সঙ-এর নাম “মৌ বনে আজ মৌ জমেছে”।

এই গানটি গেয়েছে  শিলিগুড়ির নামকরা ব্যান্ড “মন ফকিরা”।এই গানটি রচনা করেছে শুভ্রদ্বীপ্ত সরকার। ব্যান্ডের গোটা দলটি মিলে এই থিম সঙটি তৈরি করেছে।ইয়াং মেন অ্যাসোসিয়েশনের পক্ষে সম্রাট মালাকার দাবি করেন, উত্তরবঙ্গে এই প্রথম কোনও পুজো কমিটির থিমের ওপর গান রচনা করা হল। কলকাতার পুজোকমিটি গুলি ছাড়া রাজ্যের কোনও জেলায় এর আগে এমন কোন উদ্যোগ নেওয়া হয় নি। শনিবার তারা এই গানটির একটি সিডি উদ্বোধন করেন।

এই থিম সঙ নিয়ে তাদের ভাবনার কথাও তুলে ধরেন সম্রাটবাবু। তিনি বলেন, মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করার জন্য গোটা বনে পাগলের মত ছুটে বেড়ায়। তার পর মধু সংগ্রহ করে তা মৌচাকে নিয়ে আসার একটা যে উন্মাদনা খেলা করে তাদের মনের মধ্যে। তেমনই পুজোর দিনগুলোতে প্রবাসীদের মনেও ঘরে ফেরার জন্য একটা উন্মাদনা তৈরি হয়। তেমনই তাদের এবারের পুজোয় এমনই আলো-আধারি আলোকসজ্জায় এই বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটা বিরাট মৌমাছি মন্ডপে প্রদর্শন করে রাখার পাশাপাশি মৌমাছির গুনগুন শব্দে মুখরিত থাকবে গোটা মন্ডপ জুড়ে।

৭৩তম বছরে পরিবেশ বান্ধব থিমকে সামনে রেখে ১২লক্ষ টাকা বাজেটের পুজো সকল দর্শকদের মন কাড়বে বলে আশাবাদী ইয়াং মেন অ্যাসোসিয়েশন।

Published on: অক্টো ৬, ২০১৮ @ ২৩:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61 + = 63