বাগডোগরার নিখোঁজ নাবালিকা উদ্ধার আসাম থেকে

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- কৃষ্ণা দাস

Published on: অক্টো ৬, ২০১৮ @ ২৩:৩৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৬অক্টোবরঃ সপ্তম শ্রেণির এক ছাত্রীর উপর কুনজর পড়েছিল এক শ্রমিকের। কাজের ফাঁকেই মেয়েটিকে নিয়ে সে পালায়। এরপর মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ভিন রাজ্য থেকে। শনিবার মেয়েটিকে আদালতে তোলা হলে, মেয়েটির জবানবন্দী নেওয়ার পর বিচারক মেয়েটিকে মাতা-পিতার হেফাজতে তুলে দেয়।

নাবালিকার পিতার অভিযোগ, বুধবার তার মেয়ে প্রতিদিনের মত স্কুলে যায়। কিন্তু ফেরার সময় পার হয়ে যাওয়ার পরও যখন তার মেয়ে বাড়ি এসে পৌঁছয় না তখন বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপরও তাকে খু্জে না পেয়ে বাগডোগরা থানায় খবর দেওয়া হয়।

বাগডোগরা থানা এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে, মেয়েটির বাড়ির পাশে এক ঠিকাদারের বাড়িতে ১৮জনের একটি শ্রমিকদল থাকে। তারা ওই ঠিকাদারের কাজ করে। তাদের মধ্যে একজনের খোঁজ না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে। ওই শ্রমিক দলের একজনের নাম ময়নুল হক তার দাদা রসিদুল শেখ। যে আচমকাই বেপাত্তা হয়ে যায়। কোথায় গেছে কেন গেছে জিজ্ঞেস করে চাপ দিতেই সে স্বীকার করে যে তার দাদা মেয়েটিকে নিয়ে পালিয়েছে। এরপর বাগডোগরা থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে এফআইআর করা হলে রসিদুলের ভাই ময়নুল ও ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এরই মাঝে আসামের ধুবড়ি থানার অন্তর্গত পাগলাহাট ফাঁড়িতে কেউ বা কারা মেয়েটিকে রেখে যায় বলে খবর আসে পুলিশের কাছে। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ পরিবারের লোকদের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে শনিবার মেয়েটিকে বাগডোগরা থানায় নিয়ে আসে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ৩৬৫ ও ৩৬৫ ধারায় মামলা করা হয়। শনিবার মেয়েটিকে আদালতে তোলা হলে, মেয়েটির জবানবন্দি নেওয়ার পর বিচারক মেয়েটিকে তার মাতা-পিতার হেফাজতে তুলে দেয়।

Published on: অক্টো ৬, ২০১৮ @ ২৩:৩৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =