মোদি এবার DISCOVERY চ্যানেলেঃ MAN VS. WILD শোয়ে বিয়র গ্রিলসের সঙ্গে নতুন ভূমিকায়

আবহাওয়া দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

শো-এর আয়োজক বিয়র গ্রিলস জানিয়েছেন- ১২ই আগস্ট রাত ৯টা নাগাদ ডিসকভারি চ্যানেলে শো’টি প্রসারিত হবে।

অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিয়র গ্রিলস জলবায়ু প[অরিবর্তন নিয়ে কথা বলবেন

 Published on: জুলা ২৯, ২০১৯ @ ১৬:৩৬

এসপিটি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিসকভারি চ্যানেলে জনপ্রিয় টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ দেখা যাবে।শোয়ের আয়োজক বিয়র গ্রিলস এই খবর তাঁর ট্যুইটারে পোস্ট করেছেন। সেই মতো, ১২ই আগস্ট রাত ৯টা নাগাদ ডিসকভারি চ্যানেলে মোদিকে দেখা যাবে। গ্রিলস সেখানে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে মোদিকে তাঁর সঙ্গে একটি ডিঙি নৌকায় নদী পার হতে দেখে গেছে, এমনকি জঙ্গলে চড়াই পথ পার হতেও দেখা গেছে।

১৮০টি দেশে সম্প্রচারিত হবে মোদির ‘ডিসকভারি’ শো

গ্রিলস ট্যুইটে লিখেছেন, “বিশ্বের ১৮০টি দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একেবারে অন্য ভূমিকায় দেখবেন, পরিচিত হবেন। মোদি এই শোয়ে দেখাবেন যে কিভাবে ভারত বন্যপ্রাণীকে সংরক্ষণের জন্য সচেতনতা অভিযান এবং ভৌগলিক পরিবর্তনের জন্য কাজ করে চলেছে। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ ১২ই আগস্ট আমার সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন।

গ্রিলস যে পোস্ট ট্যুইট করেছেন সেখেনে মোদিকে খেলোয়াড়ের পোশাকে দেখা গেছে। প্রধানমন্ত্রী মোদি ভারতে গ্রিলসকে স্বাগত জানিয়েছে। বাঁশের তৈরি একটি হাতিয়ার হাতে মোদিকে দেখে গেছে। তিনি বলেন, ‘আমি এটি আপনার জন্য আমার সঙ্গে রাখব।এর পর গ্রিলস হেসে বলেন, আপনি ভারতের সবচেয়ে মহত্বপূর্ণ ব্যক্তি। আমার কাজ আপনার নিরাপত্তা দেওয়া। এই শোয়ের মুখ্য উদ্দেশ্য হল প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বাড়ানো। এই শোটি ১২ই আগস্ট রাত ন’টা নাগাদ ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হবে।

Published on: জুলা ২৯, ২০১৯ @ ১৬:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85 − 81 =