বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটির বিস্তীর্ণ এলাকা, মৃত ৪

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩, ২০২০ @ ১৬:০৫

এসপিটি নিউজ, নৈহাটি, ৩ জানুয়ারি:   শুক্রবার বেলার দিকে নৈহাটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটির বিস্তীর্ণ এলাকা। ঘটনাটি ঘটেছে মামুদপুর পঞ্চায়েত এলাকার দেবক গ্রামে। সেখানে একটি বাজি কারখানায় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় ৪জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৪জন।  তাদেরকে জহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে ১২টার মধ্যে আচমকা এক বিকট আওয়াজে কেঁপে ওঠে নৈহাটির বিস্তীর্ণ এলাকা। দেবকের একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে গ্রামাঞ্চলের এই বিস্ফোরণের প্রভাব এসে পড়ে আট-দশ কিলোমিটার দূরে নৈহাটি শহর এলাকাতেও। আশপাশের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হিয়েছে।এলাকায় একাধিক গাছ ভেঙে পড়ে ও পুড়ে যায়।আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও।

গত বেশ কয়েক বছর ধরে নৈহাটির এই দেবক গ্রামে বাজি তৈরির কারখানা গড়ে উঠেছে। তবে এদের মধ্যে কটা কারখানার বৈধ লাইসেন্স আছে আর কাদের নেই তা অবশ্য আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে এই কারখানাগুলিতে কিভাবে শক্তিশালী শব্দবাজির সরঞ্জাম মজুত করে বাজি তৈরি করে তা আশপাশের এলাকাগুলিতে সরবরাহ হত এবং তা নিয়ে কেন স্থানীয় প্রশাসন উদাসীন ছিল এই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

Published on: জানু ৩, ২০২০ @ ১৬:০৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 − 16 =