মা বৈষ্ণোদেবী দর্শনে যাওয়া তীর্থযাত্রীরা চারদিন পাবেন না এই পরিষেবা

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: এপ্রি ২০, ২০১৯ @ ১৮:১৮

এসপিটি নিউজ ডেস্কঃ বানগঙ্গায় অবস্থিত গুলশন লঙ্গরের মেরামতির কাজের জন্য ২২ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত লঙ্গর বন্ধ থাকবে, যে কারণে এই চার দিন ধরে তীর্থযাত্রীরা প্রসাদ পাবেন না।

হিন্দি সংবাদ মাধ্যম জাগরণ জানাচ্ছে লঙ্গরখানার এক সদস্য মারফত তারা জেনেছেন যে মেরামতির কাজ ২৫শে এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এরপর ২৬শে এপ্রিল থেকে তীর্থযাত্রীরা নিঃশুল্ক লঙ্গর সেবার সুবিধা পাবেন।

উল্লেখ্য, টি-সিরিজ থেকেই গত ৪০ বছর ধরে তারা লঙ্গরের সেবা চালিয়ে যাচ্ছে। এই লঙ্গর খানা মা বৈষ্ণোদেবী দর্শনে যাওয়া তীর্থযাত্রীদের সেবায় চালু করেছিলেন টি-সিরিজের মালিক প্রয়াত গুলশন কুমার। লঙ্গরে বিনামূল্যে প্রসাদের সাথে ভোজনও বিনা মূল্যে দেওয়া হয়ে থাকে।

Published on: এপ্রি ২০, ২০১৯ @ ১৮:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 37 = 40