না মোদি না রাহুল, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ কেসিআর- ভিন্ন মত তেলেঙ্গানার এই নেতার

Main দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ১১, ২০১৮ @ ২০:১৯

এসপিটি নিউজ ডেস্কঃ সারা দেশ জুড়ে যখন মোদি-রাহুল নিয়ে আলোচনা তুঙ্গে তখন একেবারে ভিন্ন মত পোষন করলেন তেলেঙ্গানার এক সংখ্যালঘু নেতা অসদুদ্দিন ওয়াইসি। রীতিমতো বোমা ফাটালেন তিনি। বললেন-দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে কেসিআর-এর মধ্যে।তাঁর এমন চাঞল্যকর প্রতিক্রিয়ায় দেশজুড়ে রাজনৈতিক আলোড়ন উঠেছে।

তেলেঙ্গানার জনতা টিআরএস প্রধান এবং মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে ফের নির্বাচিত করেছে। তারা শুধু জেতেই নি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ৩৭টি আসন অধিকার করেছে। এই জয়ের ফলে চন্দ্রশেখর রাও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনবি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।

চন্দ্রশেখর আরো জানিয়ে দিয়েছেন-“আমি অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে ২০১৯ সালের লোকসভা ভোটে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।”

তেমনই তেলেঙ্গানার এআইএমআইএম প্রধান অসদুদ্দিন ওয়াইসি জানান- “আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আগামী লোকসভা ভোটে চন্দ্রশেখর রাও-এর পাশে এমন ক্ষমতা আছে যা নিয়ে তিনি দেশকে নেতৃত্ব দিতে পারবেন। তিনি একই সঙ্গে বলেন-“এই দেশে এতদিন ধরে কংগ্রেস আর বিজেপির সরকার চলছে। এখন দেশে তৃতীয় নেতৃত্বের প্রয়োজন দেখা দিয়েছে যা রয়েছে চন্দ্রশেখর রাও-এর ভিতর।”

“বিগত তিন মাস ধরে তাঁকে কাছ থেকে দেখার পর আমার মনে হয়েছে দেশে এখন তাঁর মতো নেতার দরকার আছে। ২০১৯-এর লোকসভা নিরবাচন পর্যন্ত তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমার বিশ্বাস ২০১৯ সালের লোকসভা ভোটে দেশবাসী অ-কংগ্রেস এবং অ-বিজেপি সরকার বানাতে জায়গা করে দেবে।” বলেন ওয়াইসি

Published on: ডিসে ১১, ২০১৮ @ ২০:১৯

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =