২৫ ডিসেম্বর রাজস্থান ফাউন্ডেশন কমিশনার ধীরজ শ্রীবাস্তবের নাগরিক সম্বর্ধনা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৪, ২০২২ @ ২০:২৯

এসপিটি নিউজ, কলকাতা, ২২ ডিসেম্বর: রাজস্থান ফাউন্ডেশনের কমিশনার এবং নয়াদিল্লিতে রাজস্থান সরকারের আবাসিক কমিশনার ধীরাজ শ্রীবাস্তব, প্রবাসী রাজস্থানীদের (মাড়োয়ারি) স্বার্থে উল্লেখযোগ্য কাজ করার জন্য কলকাতায় সম্মানিত হবেন। কলকাতায় গণেশ চন্দ্র এভিনিউতে অবস্থিত কমার্স হাউসে অগ্রবন্ধু এবং রাজস্থান তথ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে, এই অনুষ্ঠানটি ২৫ ডিসেম্বর দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। সেখানেই ধীরাজ শ্রীবাস্তবকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মারোয়ারি কনফারেন্সের সভাপতি গোবর্ধন গাদোদিয়া এবং বিশেষ অতিথি থাকবেন অগ্রবন্ধু ও গঙ্গা মিশনের সভাপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কা।

অনুষ্ঠানটি সংযোজন করবেন কলকাতার রাজস্থান তথ্য কেন্দ্রের সহকারী পরিচালক হিংলাজ দন রত্নু। অগ্রবন্ধুর সেক্রেটারি সন্দীপ গর্গ ও মহেশ্বরী সভার সভাপতি বুলাকি দাস মিমানি জানান, এই কর্মসূচিতে একটি সেমিনারেরও আয়োজন করা হবে। রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ নিয়ে এই সেমিনারে আলোচনা করা হবে।

এর সাথে অভিবাসী রাজস্থানীদের অবদান নিয়েও আলোচনা করা হবে। গর্গ এবং মিমনি মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Published on: ডিসে ২৪, ২০২২ @ ২০:২৯


শেয়ার করুন