মিজোরাম ট্যুরিজম সংবর্ধিত করল টাফি’র অনিল পাঞ্জাবিকে, বাঙালি পর্যটনপ্রেমীদের জানাল আমন্ত্রণ

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ৫, ২০২২ @ ১১:৪৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৫ এপ্রিল: উত্তর-পূর্ব ভারতে পর্যটনের সম্ভাবনাকে আরও বেশি উজ্জ্বল করে তুলছে মিজোরাম। পাহাড়-নদী-অরণ্যে সমৃদ্ধ উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যটি যেভাবে অতি অল্প সময়ে পর্যটন মানচিত্রে নিজেদের প্রসারিত করেছে তা সত্যিই অবাক করে দেওয়ার মতো ব্যাপার। আর সেই অভিযানে এবার মিজোরামের সঙ্গে বাংলাও যাতে অগ্রণী ভূমিকা নেয় সেইদিকে খেয়াল রেখে উদ্যোগী হয়েছেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র (পূর্বাঞ্চল) চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। টাফি’র এই উদ্যোগকে সম্মান জানিয়ে আজ কলকাতায় মিজোরাম ট্যুরিজম আয়োজন করেছিল অত্যন্ত রঙিন রোড-শো। আর সেই অনুষ্ঠানে মিজোরাম ট্যুরিজম সংবর্ধনা দিল অনিল পাঞ্জাবিকে।

মিজোরাম ট্যুরিজম-এর ডিরেক্টর ভানতাওয়াল ল্যালেঙ্গমাউইয়া তুলে ধরলেন তাদের নয়া অধ্যায়ের কথা

কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী যিনি এখন মিজোরাম ট্যুরিজম-এর ডিরেক্টর ভানতাওয়াল ল্যালেঙ্গমাউইয়া তুলে ধরলেন তাদের নয়া অধ্যায়ের কথা। কোভিড পরবর্তী সময়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে মিজোরাম সেটাইক পরিষ্কার করলেন তিনি। পর্যটনে আগামিদিনে দেশের চিরপরিচিত পর্যটন রাজ্যগুলিকে যে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন সেটাও তাঁর বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে।বিশেষ করে শুধু মুখের আর কাগজে-কলমে নয় একেবারে চোখে আঙুল দিয়ে মিজোরাম দেখিয়ে দিয়েছে যে পর্যটনে এবার তারাই হতে চলেছে দেশের অন্যতম সেরা। একই সঙ্গে এদিন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবিকে দেওয়া সংবর্ধনায় ভানতাওয়াল বলেন- উত্তর-পূর্বের পর্যটনে টাফি’র সহযোগিতে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, বাংলা ও মিজোরামের মধ্যে পর্যটনের এই নয়া সমীকরণ এক নয়া অধ্যায়ের সূচনা করবে।বাংলার পর্যটনপ্রেমীরা এবার আসুন আমাদের রাজ্যে। দেখুন আপনার পছন্দের স্থান।

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানালেন তাঁর কৃতজ্ঞতা

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি মিজোরামের ডিরেক্টরের কথার রেশ টেনে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- ‘‘ আজকের এই অনুষ্ঠানে মিজোরামের এই রোড-শো এক নয়া অধ্যাএর সূচনা করবে নিঃসন্দেহে। আমরা আজ দেখলাম, মিজোরাম পর্যটন নিয়ে কতটা নিজেদের উন্নত করেছে। পর্যটনকে গুরুত্ব দিয়ে তারা যেভাবে নিজেদের প্রসারিত করেছে তা এক কথায় অভূতপূর্ব। ভাবা যায়, অসাধারণ। কী অপূর্ব নৈসর্গিক দৃশ্য, রিসর্ট, হোটেল, পাহাড়, জঙ্গল, নদী- কী নেই সেখানে। আমার তো মনে হয় শুধু মনেই হচ্ছে না আমি একবারে নিশ্চিত বাঙালি পর্যটক এবার মিজোরামকে গন্তব্য করবেই। টাফি মিজোরামের পাশে আছে। এ আমাদের একেবারে নিজের।’’ একই সঙ্গে তিনি আরও এক মূল্যবান আবেদন রাখেন মিজোরাম ট্যুরিজম –এর ডিরেক্টরের কাছে। বলেন- “আপনারা যদি ট্রাভেল এজেন্ট এবং মিডিয়াকে মিজোরামে নিয়ে গিয়ে দেখাতে পারেন তাহলে মনে হয় আপনাদের এই উদ্যোগ আরও সুদূরপ্রসারি হবে।” অনিল পাঞ্জাবির এই আবেদঙ্কে তারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন ডিরেক্টর স্বয়ং।

প্রত্যেক অংশগ্রহণকারীকে মিজোরামের উপহার ও শংসাপত্র

এদিন মিজোরাম টাফি’র(পূর্বাঞ্চল) চেয়ারম্যান অনিল পাঞ্জাবির পাশাপাশি সংবর্ধিত করেন সংগঠনের আরও দুই সদস্যকে। তবে পর্যটন নিয়ে মিজোরাম যে কতদূর এগিয়েছে এদিনের রোড-শো-এ তারা আরও কিছু চমক দেখেলেন। যেখানে তারা এক লাকি ড্র-এর আয়োজন করেছিল। যেখানে প্রত্যেক ট্রাভেল এজেন্ট তাদের ভিজিটিং কার্ড জমা করেন। তারপর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে হয় সেই লাকি-ড্র। আর সেখান থেকে তারা বেছে নেয় তিন ভাগ্যবানকে। যাদের জন্য দু রাত এবং তিনদিনের মিজোরাম ভ্রমণ সম্পূর্ণ বিনামূল্যে পুরস্কার তুলে দেন। এখানেই থেমে থাকেনি দেশের এই ছোট্ট সুন্দর রাজ্য। এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক অংশগ্রহণকারীকে তারা নিজেদের তৈরি সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে উপহার দেন। তুলে দেন মিজোরামকে আরও ভালোভাবে জানার ও দেখার জন্য অসাধারণ এক ‘পেনড্রাইভ’ বক্স। সেই সঙ্গে প্রত্যেকের হাতে তুলে দেন মিজোরাম সরকারের পক্ষ থেকে মিজোরাম পর্যটন বিভাগের নামাঙ্কিত এক শংসাপত্র।

Published on: এপ্রি ৫, ২০২২ @ ১১:৪৩


শেয়ার করুন